TRENDING:

Covid-19 Loss of Smell: করোনা আক্রান্ত হলে কেন চলে যায় গন্ধ শোঁকার ক্ষমতা? জানালেন গবেষকরা

Last Updated:

Loss of Smell: নাকের স্নায়ু কোষের পৃষ্ঠে উপস্থিত প্রোটিনগুলিকেও এই ভাইরাস প্রভাবিত করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন? কেমন ছিল স্বাদ আর গন্ধ হারানোর সেই দিনগুলোর অভিজ্ঞতা? COVID-19 রোগীদের নানান উপসর্গের মধ্যে সংক্রামিত সকলেই প্রায় গন্ধ নেওয়ার ক্ষমতা (loss of smell) হারিয়েছিলেন সাময়িকভাবে। চিকিত্সকদের পর্যবেক্ষণ, ভাইরাস আক্রান্ত হওয়ার পরে ঘ্রাণশক্তি (Covid-19 Loss of Smell) এবং স্বাদ গ্রহণ ক্ষমতা হারানোর প্রভাব রয়ে যেতে পারে অনেককাল। এর আগে আমাদের ঘ্রাণের (Covid-19 Loss of Smell) সঙ্গে জড়িত প্রত্যঙ্গগুলিতে ভাইরাসের প্রভাব ব্যাখ্যা করেছিলেন গবেষকরা। সাম্প্রতিক একটি গবেষণায় COVID-19 রোগীদের ঘ্রাণশক্তির ক্ষতি হওয়ার কারণগুলিকে আরও বিশদে ব্যাখ্যা করা হয়েছে।
advertisement

আরও পড়ুন- ব্রেক আপের পরে কেন মানসিকভাবে ভেঙে পড়েন বেশি পুরুষরাই? জানাচ্ছে গবেষণা

এনওয়াইইউ গ্রসম্যান স্কুল অফ মেডিসিন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা অনুসারে, SARS-CoV-2 ভাইরাস আমাদের শরীরের ঘ্রাণশক্তি জনিত প্রত্যঙ্গের (olfactory receptors) ক্রিয়াকে প্রভাবিত করে। এমনকী নাকের স্নায়ু কোষের পৃষ্ঠে উপস্থিত প্রোটিনগুলিকেও এই ভাইরাস প্রভাবিত করে। গন্ধের (Covid-19 Loss of Smell) সঙ্গে যুক্ত অণুগুলিকে শনাক্ত করে এই প্রোটিন, যা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ভাইরাসের আক্রমণে, বলছে গবেষণা।

advertisement

বিষয়টিকে আরও গভীরভাবে বোঝার জন্য গবেষকরা মানুষের বেশ কিছু টিস্যু নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন। গবেষকরা জানাচ্ছেন যে, ভাইরাসের উপস্থিতির কারণে ঘ্রাণীয় টিস্যুতে স্নায়ু কোষের কাছে ইমিউন কোষ, টি কোষ এবং মাইক্রোগ্লিয়ার প্রবেশ লক্ষ্য করা গেছে। গবেষকরা আরও দাবি করেছেন যে, এই কোষগুলি সাইটোকিনস নামে একটি প্রোটিন নিঃসরণ করে, যা ঘ্রাণজনিত স্নায়ু কোষের (olfactory nerve cells) জেনেটিক কার্যকলাপকে পরিবর্তন করে।

advertisement

আরও পড়ুন- একা ঘুরুন, আবিষ্কার করুন নিজেকে! ব্যাগে রাখুন মহিলাদের এই অত্যাবশ্যক জিনিসগুলি

পরীক্ষায় জানা গিয়েছে যে, SARS-CoV-2 সংক্রমণ ঘ্রাণজনিত রিসেপ্টর তৈরির সঙ্গে যুক্ত ক্রোমোজোমের ডিএনএ শৃঙ্খলার ক্ষমতা হ্রাস করেছে। ইঁদুর এবং মানুষের নিউরোনাল টিস্যু দুই ক্ষেত্রেই, গবেষকরা ঘ্রাণজনিত রিসেপ্টর তৈরিতে ক্রমাগত হ্রাস লক্ষ্য করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

গন্ধ (Covid-19 Loss of Smell) চলে যাওয়া ছাড়াও, ভাইরাসের অন্যান্য বিভিন্ন স্নায়বিক প্রভাব যেমন মাথাব্যথা, বিষণ্ণতা এবং মস্তিষ্কের নানা জটিলতার বিষয় বোঝার চেষ্টা করছেন গবেষকরা। গবেষক চিকিৎসক বেঞ্জামিন টেনওভার জানিয়েছেন যে, নির্দিষ্ট পরিস্থিতিতে গন্ধ চলে যাওয়া ‘canary in the coal mine’ হিসেবে কাজ করতে পারে এবং মস্তিষ্কের টিস্যুর ক্ষতি ঘটাতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Covid-19 Loss of Smell: করোনা আক্রান্ত হলে কেন চলে যায় গন্ধ শোঁকার ক্ষমতা? জানালেন গবেষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল