সম্প্রতি কোভিডের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যাচ্ছে: বিভিন্ন জায়গা থেকে পাওয়া অনুযায়ী, সম্প্রতি মহারাষ্ট্রে কোভিড রোগীদের মধ্যে ডায়রিয়া এবং জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। কোভিড সংক্রমণের এই পর্যায়ে রোগীরা ব্যাপকভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। তবে অতিমারীর শুরু থেকেই করোনা আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু এবারে সেই প্রকোপটা বেশি। কোভিড মূলত শ্বাসযন্ত্রের সমস্যা হলেও শরীরের প্রতিটা অঙ্গকে প্রভাবিত করে। শরীরের অন্যান্য অঙ্গে সংক্রমণের তীব্রতা সেই অঙ্গগুলিতে উপস্থিত ভাইরাস রিসেপ্টর কোষের উপর নির্ভর করে।
advertisement
আরও পড়ুন - Healthy Lifestyle: ওজন কমানোর কথা ভাবছেন, ‘এই’ কম্বিনেশনের খাবার খেয়ে সর্বনাশ ডেকে আনছেন না তো
ডায়ারিয়ার পাশাপাশি করোনা আক্রান্তরা পেটে তীব্র ব্যথায় ভুগছেন। যদিও ডায়রিয়া হলে অনেক সময় পেটে ব্যথা হয়। কিন্তু ব্যথার তীব্রতা এক্ষেত্রে বেশি। চিকিৎসকরা বলছেন, পেটের সমস্যার কারণে বমিও হচ্ছে আক্রান্তদের। করোনা রোগীদের জ্বর একটা সাধারণ লক্ষণ। এমনকী ১০৫ এফ-এর মতো মারাত্মক জ্বরেও ভুগতেও দেখা গেছে। সংক্রমণের প্রতিক্রিয়ায় শরীরে জ্বর হয়, এটাই স্বাভাবিক। প্যাথোজেনিক আক্রমণের প্রতিক্রিয়ায় জ্বর হওয়াটাও খুব সাধারণ ব্যাপার।
এই মুহূর্তে কী করণীয়: ডায়ারিয়া ও জ্বরের লক্ষণ থাকলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এটাই সংক্রমণের প্রাথমিক সনাক্তকরণে সাহায্য করবে। পাশাপাশি আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মাধ্যমে অন্যকেও সংক্রমণ থেকে বাঁচাবে। এছাড়া সর্বজনীন স্থানে বা অন্যের সঙ্গে কথা বলার সময় কোভিডের নিয়মবিধি মেনে চলতে হবে। ফেস মাস্ক পরা এবং জীবাণুমুক্ত থাকতে স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।