TRENDING:

Covid side-effects in women: কোভিড ১৯ পরবর্তী নানা শারীরিক জটিলতায় পুরুষদের তুলনায় বেশ ভুগছেন মহিলারা, বলছে গবেষণা

Last Updated:

Post Covid symptoms: করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে যৌনাঙ্গে ছত্রাকের সংক্রমণের বৃদ্ধিও দেখা দিচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনি এবং আপনার সঙ্গী যদি সম্প্রতি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে থাকেন, তাহলে কোভিডের পরে আপনার দু’জনেরই সুস্থতার গল্পট কিন্তু আলাদা হওয়ার (Covid side-effects in women) সম্ভাবনা রয়েছে। বহু গবেষণা বলছে, কোভিড-পরবর্তী (post Covid symptoms) রোগের লক্ষণ এবং তীব্রতা পুরুষ এবং মহিলাদের (Covid side-effects in women) ক্ষেত্রে আলাদা। মহিলাদের ক্ষেত্রে কোভিড পরবর্তী ঘুমের সমস্যা, উদ্বেগ, অনিয়মিত পিরিয়ডস, ছত্রাক সংক্রমণ এবং চুল পড়ার সম্ভাবনা বেশি, পুরুষরা সাধারণত কোভিডের পরে বেশি শ্বাসকষ্ট অনুভব করেন, বলছে গবেষণা।
ভারত বায়োটেক জানিয়েছে, দ্রুত তাঁদের ন্যাজাল ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে যাবে। তবে টিকাকরণের পাশাপাশি করোনাবিধি সংক্রান্ত্র সচেতনতার দিকেও নজর বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
ভারত বায়োটেক জানিয়েছে, দ্রুত তাঁদের ন্যাজাল ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে যাবে। তবে টিকাকরণের পাশাপাশি করোনাবিধি সংক্রান্ত্র সচেতনতার দিকেও নজর বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement

আরও পড়ুন- ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন? সতর্ক না হলে কয়েক বছরের মধ্যেই নষ্ট হবে কিডনি

সুনির্দিষ্ট গবেষণা অনুসারে, কোভিডের লক্ষণগুলি মূলত পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একই থাকে। কিন্তু রোগের পরে (post Covid symptoms) পুরুষদের তুলনায় সেরে উঠতে মহিলাদের একটু বেশি (Covid side-effects in women) সময় লাগছে। ২০২০ সালের নভেম্বরে প্রকাশিত একটি প্রবন্ধ অনুসারে, বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হার মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি। ভারতের মতো কয়েকটি দেশে মহিলাদের মৃত্যুর হার বেশি।

advertisement

স্পেনে ২০২১ সালের এক গবেষণায় দেখা গিয়েছে ৪৫ বছরের বেশি বয়সী মহিলাদের কোভিড পরবর্তী রোগে (Covid side-effects in women) আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। কোভিড পরবর্তী অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে পেট খারাপ, রক্তে শর্করার মাত্রার ভারসাম্যহীনতা, সহজেই ক্লান্ত হয়ে পড়া এবং দীর্ঘকাল ধরে শ্বাসকষ্টের সমস্যা। এছাড়াও করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে যৌনাঙ্গে ছত্রাকের সংক্রমণের বৃদ্ধিও দেখা দিচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা। গবেষণা বলছে পুরুষদের তুলনায় কোভিড পরবর্তী উপসর্গগুলিতে (Post Covid symptoms) বেশি ভুগছেন মহিলারাই এবং তাঁদের সেরে উঠতেও বেশি (Covid side-effects in women) সময় লাগছে।

advertisement

আরও পড়ুন- কেবল অভিনেতা নন, চিত্রশিল্পীও! তুলির টানে মাতৃত্বকে সম্মান জানালেন সলমান খান

পুরুষ এবং মহিলাদের মধ্যে কোভিড-পরবর্তী সাধারণ লক্ষণগুলি হল:

* ক্লান্তি

* পেশী ব্যাথা বা গায়ে ব্যাথা

* নিম্ন রক্তচাপ

* বুকে ব্যাথা

* নিঃশ্বাস নিতে সমস্যা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

* মাথাব্যথা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Covid side-effects in women: কোভিড ১৯ পরবর্তী নানা শারীরিক জটিলতায় পুরুষদের তুলনায় বেশ ভুগছেন মহিলারা, বলছে গবেষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল