এতেই সাধারণ ভাবে প্রশ্ন উঠছে, আগেই যাঁরা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদেরও কি ওমিক্রনের ফলে ফের করোনা হতে পারে (Coronavirus Reinfection)? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অবশ্য এ নিয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে। তাদের দাবি, করোনায় আক্রান্ত হওয়ার পরও, ওমিক্রনের ফলে একাধিকবার করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে (Coronavirus Reinfection)। অর্থাৎ, আগে করোনার অন্য স্ট্রেনে আক্রান্ত হওয়ার পর, নতুন করে সেই ব্যক্তি ফের ওমিক্রনে আক্রান্ত হতেই পারেন (Coronavirus Reinfection)।
advertisement
আরও পড়ুন: সর্দি-কাশি-জ্বরে ভুগছেন? কী ভাবে বুঝবেন ওমিক্রন না সাধারণ ঠান্ডা লেগেছে? জানুন
হু জানিয়ছে, ওমিক্রন মানুষের শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফের করোনা সংক্রমণ ঘটাতে পারে। ফলে আগে একবার করোনা হয়ে গেলেও, নতুন করে সেই ব্যক্তিরই করোনা হতে পারে। হু-এর দাবি, 'করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিরও ৩-৫ বার ওমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ডেল্টার তুলনায়।' তবে ডেল্টার থেকে বেশি মারাত্মক ক্ষতি করবে ওমিক্রন, এখনও এমন কোনও প্রমাণ তাদের হাতে নেই। ডেল্টা গত বার ভারতে ভয়ানক ভাবে করোনার ঢেউ তুলেছিল।
আরও পড়ুন: নতুন আতঙ্ক ওমিক্রন, কাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি? জানুন
হু জানিয়েছে, ওমিক্রন প্রথমে প্রাপ্তবয়স্কদের আক্রান্ত করেছে, এর পর ধাপে ধাপে ২০ ও ৩০ বছরের ব্যক্তিদের টার্গেট করেছে। প্রথমে বড় শহর থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। তবে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, ওমিক্রন ডেল্টার থেকে অনেকটাই কম ক্ষতি করছে।