ডিটারজেন্ট এবং হালকা গরম জল: এর জন্য লাগবে এক কাপ ডিটারজেন্ট, ৬ চামচ সাদা ভিনিগার, ১ বোতল হালকা গরম জল এবং ১টা ব্রাশ। একটা বোতলে হালকা গরম জল নিয়ে তাতে ডিটারজেন্ট দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর দিতে হবে সাদা ভিনিগার। এবার সবকটা উপাদান ভাল করে মিশিয়ে ঢেলে দিতে হবে সিঙ্কের মুখে। দিনে দু'বার ব্যবহার করলেই সব আরশোলা মরে যাবে।
advertisement
আরও পড়ুন : দামে কম, মেলেও প্রচুর, কোলেস্টেরল সমস্যায় সুস্থ থাকতে আপনাকে নিয়মিত খেতেই হবে এই ফল
গ্লিসারিন এবং কোল্ড ড্রিঙ্ক: এই মিশ্রণ তৈরি করতে লাগবে ১ কাপ সাদা ভিনিগার, ১ কাপ গ্লিসারিন, ১ বোতল কোল্ড ড্রিঙ্ক, ৩টি লেবুর রস এবং ২ চা চামচ জলপাই তেল। প্রথমে বেকিং সোডা দিয়ে সিঙ্ক পরিষ্কার করে নিতে হবে। এবার কোল্ড ড্রিঙ্কে ভিনিগার, লেবুর রস, গ্লিসারিন দিয়ে ভাল করে মিশিয়ে সিঙ্ক ড্রেনে ঢেলে দিতে হবে। কয়েকদিন পর পর করলেই উপকার মিলবে।
বেকিং সোডা এবং নিম : এটা তৈরি করতে লাগবে এক কাপ বেকিং সোডা, ১ কাপ জল, ১/২ কাপ নুন এবং ১০০ গ্রাম নিমের তেল। এবার একটা খালি বোতলে বেকিং সোডা এবং অন্যান্য উপাদান ভাল করে মিশিয়ে সিঙ্কে ঢেলে দিতে হবে। ১০ মিনিট ওভাবেই থাকুক। তারপর সাধারণ জলে পরিষ্কার করে নিতে হবে সিঙ্কের মুখ এবং ড্রেন। আরশোলা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।