TRENDING:

আলোর মালা থেকে ফুলের সাজ, বড়দিনে মাত্র কয়েকটি জিনিসেই বাড়ি হবে সেলফি রেডি!

Last Updated:

বসার ঘর একটু অন্য ধাঁচে সাজাতে হবে। সাদা রঙ মনে করিয়ে দেয় শীতের দেশে বড়দিনের সময় তুষারপাতের কথা। তাই আসবাবপত্র সাদা রাখলে ভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়দিনের আর বেশি দেরি নেই। তার আগেই দ্রুত সাজিয়ে ফেলতে হবে ঘরবাড়ি। কীভাবে সেই কাজ সুষ্ঠু ভাবে করতে হবে তার জন্য রইল কিছু গাইডেন্স।
advertisement

দরজার সামনে

ক্রিসমাসের মেজাজের সঙ্গে তাল মিলিয়ে লাল, সবুজ ও সাদা রঙ বেছে নিতে হবে। কারণ এই রঙগুলো কখনও পুরনো হয় না। ফুলের মালা, স্তবক, লাল ও সাদা মোজা, কুশন এগুলো কাজে লাগাতে হবে।

দরজার সামনে গোলাকার সবুজ পাতা দেওয়া মালা ঝুলিয়ে দেওয়া যায়। দরজা দিয়ে ঢোকার সময় হাল্কা ফেয়ারি লাইট ব্যবহার করা যেতে পারে।

advertisement

একটা স্নোম্যান ও ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিনের সাজ সম্পূর্ণ হয় না। স্নোম্যানের গলায় সবুজ, লাল বা কালো উলের মাফলার আর মাথায় কালো বা লাল টুপি থাকলে দিব্যি দেখাবে।

দরজায় ঢোকার সময় যা যা সাজ করা হবে তার মধ্যে সোনালি রঙের ছোঁয়া থাকলে খুব ভাল। কারণ এতে প্রবেশদ্বার ঝলমলে দেখাবে। সোনালি ক্রিসমাস ট্রি, লাইট দেওয়া স্তবক এবং কুশন দিলে খুব সুন্দর লাগবে।

advertisement

বসার ঘর

বসার ঘর একটু অন্য ধাঁচে সাজাতে হবে। সাদা রঙ মনে করিয়ে দেয় শীতের দেশে বড়দিনের সময় তুষারপাতের কথা। তাই আসবাবপত্র সাদা রাখলে ভাল। একটু বর্ণময় স্টাইল করতে লাল বা সবুজ রঙও বেছে নেওয়া যায়।

উৎসবের ঝলমলে আমেজের কথা মাথায় রেখে একটু মেটালিক শেডের কোনও রঙ বেছে নেওয়া যেতে পারে।

advertisement

বসার ঘরেও লাল সাদা রঙের আধিপত্য বজায় থাক। অ্যান্টলার ক্যান্ডেলস্টিক, ফক্স ফারের র‍্যাপ এগুলোও বেশ মজার লাগবে দেখতে।

আরও পড়ুন: বড়দিন থেকে নববর্ষ খাওয়া দাওয়া জমে যাক কলকাতায়, রইল লাক্সারি মেনুর হদিশ

চারদিকে সবুজ পাতার মালা থাকলেও ভাল।

রান্নাঘর

জানলায় সবুজ পাতার সাজ থাকবে।

advertisement

ভিতরে সাদা মোমবাতি ও ফুলের সাজ থাকবে।

রান্নাঘরের জানলাতেও পুষ্পস্তবক রাখা যেতে পারে।

ঝলমলে আলো রান্নাঘরে ঝুলিয়ে দিতে হবে।

শোয়ার ঘর

যদি মাথার উপরে সিলিংয়ে কড়িকাঠ থাকে তাহলে সেখানে ফার্নের মালা ঝুলিয়ে দেওয়া যায়।

দেওয়ালে পুষ্পস্তবক, প্লেইড বালিশ ও লাল বিছানার চাদর রাখতেই হবে। নাইটস্ট্যান্ডগুলিতে রেইনডিয়ার সজ্জাও দারুণ আইডিয়া।

ঘরের দেওয়ালে স্ট্রিং লাইট দিয়ে গাছ, সুন্দর লাল লণ্ঠন, ক্রিসমাস ট্রি, রেনডিয়ারের মূর্তি এবং আরও অনেক ছোট ছোট ট্রিঙ্কেট দিয়ে ঘর সাজানো যায়৷

আরও পড়ুন: তৈরি হবে ওভেন ছাড়াই, বড়দিনে সবাইকে চমকে দিন চিকেন রোস্ট বানিয়ে! জানুন রেসিপি

বাচ্চাদের ঘর

লাইল্যাক ও গোলাপি রঙ দিয়ে বেছে নিতে হবে।

লাল রঙ ও রাখতে হবে। স্যান্তা ক্লজ মোটিফের নানা জিনিসপত্র রাখতে হবে।

ঘরের জানালা, হেডবোর্ড, দেয়াল এবং দরজা সাজাতে গোলাপি, সাদা বা হলুদ রঙের স্ট্রিং লাইট ব্যবহার করা উচিত।

বাড়ির বাইরে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাইন কোন ছড়িয়ে রাখা যায়। বাড়ির বাইরে বাগান থাকলে সেখানে গাছের গায়ে লাইট বা আলো দেওয়া যায়। এছাড়াও আলো ও পুষ্পস্তবক, কুশন ইত্যাদি রাখলে সবার সেলফি তোলার ধুম পড়ে যাবে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আলোর মালা থেকে ফুলের সাজ, বড়দিনে মাত্র কয়েকটি জিনিসেই বাড়ি হবে সেলফি রেডি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল