TRENDING:

Child Psychology : শিশুসন্তান অকারণে কাঁদছে বা রেগে যাচ্ছে ? ফল হতে পারে ভয়ঙ্কর! বাবা মাকে প্রথম থেকেই সতর্ক হতে হবে

Last Updated:

Child Psychology : কী ধরনের আচরণ দেখলে তাকে অ্যাগ্রেশন (Child Aggression) বলে চিহ্নিত করা যাবে? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যুগ বদলের পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশও খুব দ্রুততালে বদলে যাচ্ছে। সে ক্ষেত্রে প্রাপ্তবয়স্করাই যখন এমন পরিবেশের সঙ্গে পাল্লা দিয়ে চলতে না পেরে মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়ি তখন বাচ্চাদের মধ্যে এই প্রভাব ক্রমশ মারাত্মক হয়ে দাঁড়ায়। বাবা-মায়েরা ব্যস্ততার ফাঁকে অনেক সময় হয়তো বুঝতেও পারেন না তাঁদের সন্তানরা ধীরে ধীরে এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে অ্যাগ্রেশন বা আক্রমণাত্মক আচরণ লক্ষ করা গেলে প্রথম থেকেই সাবধান হতে হবে। কিন্তু এখন প্রশ্ন হল বাচ্চাদের মধ্যে ঠিক কী ধরনের আচরণ দেখলে তাকে অ্যাগ্রেশন (Child Aggression) বলে করা যাবে? আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
advertisement

মনোবল ভেঙে যাওয়া

বাচ্চারা কথায় কথায় রেগে যাচ্ছে বা সামান্য কথাতেই কান্নাকাটি জুড়ে দিলে বুঝতে হবে তাদের মনোবল (Child Psychology )  কম। সে কারণেই সামান্য বিষয়ে ভেঙে পড়ছে।

বদমেজাজি মনোভাব

মনোবল ভেঙে পড়ার পরের স্তরেই কিন্তু বাচ্চারা বদমেজাজি হয়ে যায়। যে কোনও রকম ভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে চিৎকার করে কথা বলা, বা রেগে যাওয়ার মতো অভ্যাস তৈরি হয়। যত দ্রুত সম্ভব বাচ্চাদের এই স্তর থেকে সরিয়ে আনতে হবে।

advertisement

আরও পড়ুন : চায়ের উপকরণ লঙ্কা! শরীরের জন্য খুব উপকারী এই আগুনে চা

হতাশা

বাবা-মায়ের মনের ইচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে কোনও অপছন্দের কাজ করানো ইত্যাদি থেকে হতাশা আসা স্বাভাবিক।

খামখেয়ালি মেজাজ

বাইপোলার ডিজঅর্ডারের (Bipolar Disorder) মতো মেজাজের খামখেয়ালিপনা এখন অনেক বাচ্চাদের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। এরা অতি সহজেই মেজাজ হারিয়ে ফেলে, অকারণে চিৎকার করে, এমনকি গায়ে হাত তোলার মতো অভ্যেসও তৈরি করে ফেলে।

advertisement

আরও পড়ুন : মধুমেহ এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে জুড়িহীন এই ফলের পাতার ক্বাথ

মানসিক আঘাত বা ট্রমা

বাইরের কোনও ঘটনার আঘাত কিন্তু বাচ্চাদের মধ্যে ট্রমা তৈরি করে। বাবা-মায়ের অত্যধিক কঠিন শাসন, পরিবারের নানান অশান্তি বা তাদের জীবনের কোনও বিশেষ ঘটনা এই ট্রমা তৈরির জন্য দায়ী। এগুলোই কিছুটা সময় পেরিয়ে রাগ বা হতাশার কারণ হয়ে ওঠে।

advertisement

আচরণগত ব্যাধি

অটিজম, অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার ইত্যাদিও বাচ্চাদের মানসিক ভাবে বিরক্ত করে যা থেকে অ্যাগ্রেশন জন্ম নেয়।

কী ভাবে প্রতিরোধ করা যেতে পারে?

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

অযথা বাচ্চাদের ওপর বিরক্ত না হয়ে তাদের কথা মন দিয়ে শুনতে হবে। তাদের সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করতে পারলে ভাল। এতে তারাই নিজের সমস্যার কথা খুলে বলবে। শুধু শুধু বাচ্চাদের শাস্তি না দিয়ে তাদের সমস্যা আইডেন্টিফাই করতে হবে। বাচ্চারা কিন্তু আমাদেরই অনুসরণ করে, তাই তাদের সামনে অত্যধিক রাগ বা ইমোশন না দেখানোই ভাল। মনে রাখতে হবে, চেষ্টা করলেই বাবা-মায়েরা বাচ্চাদের জন্য রোল মডেল হয়ে উঠতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Psychology : শিশুসন্তান অকারণে কাঁদছে বা রেগে যাচ্ছে ? ফল হতে পারে ভয়ঙ্কর! বাবা মাকে প্রথম থেকেই সতর্ক হতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল