ডায়াবেটিস বা মধুমেহ (Blood Sugar) রোগের পিছনে অনেকটাই দায়ী জীবনযাত্রা ৷ ধীরে ধীরে শরীরে একের পর এক সমস্যা ডেকে আনে বলে ডায়াবেটিসকে নিঃশব্দ ঘাতকও বলা হয় ৷ মধুমেহ নিয়ন্ত্রণে প্রচলিত বেশ কিছু ঘরোয়া টোটকাও ৷ তার মধ্যে একটি হল অলিভ বা জলপাইয়ের পাতা ৷ মধুমেহকে নিয়ন্ত্রণে রাখতে এই পাতা (Olive Leave) জুড়িহীন ৷
অলিভের পাতা থেকে ক্বাথ তৈরি করে খেতে বলা হয় মধুমেহ রোগীদের৷ এই ক্বাথ হার্টের অসুখ, অ্যালঝাইমার্স, পার্কিনসন্স ডিজিজ-সহ একাধিক জটিলতা দূর করে ৷ রক্তে গুড কোলেস্টেরল বা এইচডিএল-এর মাত্রা বৃদ্ধি করে ৷ ব্যাড কোলেস্টেরল বা এলডিএলের পরিমাণ কমায় ৷ অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিড্যান্টের ফলে ঝলমলে থাকে ত্বকও ৷