TRENDING:

Child Prodigy: ২ বছর বয়সেই মুখস্থ ৪৫ টি কবিতা! স্মার্টফোন থেকে দূরে বেড়ে ওঠা শিশুর স্মৃতিশক্তির স্থান রেকর্ড বইয়ে

Last Updated:

Child Prodigy: আরহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা, তার কারণ নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তার প্রতিভা দেখলেই চমকে যাবেন সকলেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বর্তমানে যখন শিশুরা মোবাইলমুখী, ঠিক সেই সময়, সাগরদিঘীর দুই বছরের শিশু আরহাম হাসানের প্রতিভা দেখে খুশির জোয়ার এলাকাজুড়ে। আরহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা, তার কারণ নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তার প্রতিভা দেখলেই চমকে যাবেন সকলেই।
advertisement

দুই বছরের শিশুর নাম আরহাম হাসান (আরিয়ান)। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরে। ওই শিশুর বাবা মেহেদী হাসান ব্যবসায়ী। আর মা সুলতানারা খাতুন পড়াশুনোর সঙ্গে যুক্ত। জানা যায়, শিশুর মা এবং তার মামা বাপ্পি ওই শিশুকে গড়ে তুলেছেন। মাত্র দু’বছরের শিশু আরিয়ান এখনও স্পষ্ট করে কথা বলতে শেখেনি। কিন্তু অস্পষ্ট ভাবেই অনায়াসে বলতে পারে বাংলা, ইংরেজি ভাষায় ৪৫ টি কবিতা

advertisement

আরও পড়ুন : মোয়া খেতে ভালবাসেন? কিন্তু ‘জয়নগর’ নাম এল কোথা থেকে? জানলে চমকে যাবেন…

আরও বলতে পারে A থেকে Z পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এমনকি তার পিন নং ও বাড়ির দুটো মোবাইল নং সহ সম্পূর্ণ ঠিকানা। এছাড়াও সমস্ত দেশের নাম, ফল ফুলের নাম এবং শরীরে সমস্ত অঙ্গের নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম। এমনকি বাংলা এবং ইংরেজিতে ১ থেকে ২৫ পর্যন্ত বলতে পারে এছাড়াও বিভিন্ন বিষয়ে বলতে পারদর্শী।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শিশুর মামা ইত্তেফাকরুল ইসলাম (বাপ্পি) জানান, ভাগ্নের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিট বুক অফ রেকর্ড এর মতো তিনটি  বইয়ে আবেদন করা হয়। তারপরেই তিনটিতেই নাম উঠেছে তার ভাগ্নে আরিয়ান এর। বর্তমানে এসেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের শংসাপত্র। বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে বলেই দাবি তার। গ্রামের শিশুর এই প্রতিভা দেখে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম উঠতেই গর্বিত গ্রামবাসীরাও।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Prodigy: ২ বছর বয়সেই মুখস্থ ৪৫ টি কবিতা! স্মার্টফোন থেকে দূরে বেড়ে ওঠা শিশুর স্মৃতিশক্তির স্থান রেকর্ড বইয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল