Joynagar Name Origin: মোয়া খেতে ভালবাসেন? কিন্তু ‘জয়নগর’ নাম এল কোথা থেকে? জানলে চমকে যাবেন...
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Joynagar Name Origin: জ্যৈষ্ঠ মাসের শুক্লা প্রতিপদ হইতে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ব্যাপী প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাজসজ্জায় ও বিচিত্র ভাবভঙ্গিমায় মায়ের রূপ পরিবর্তন হয়।
সুমন সাহা, দক্ষিণ 24 পরগনা : জয়নগর মানে নলেন গুড়ের মোয়া। দেশ-বিদেশের জয়নগরের খ্যাতি এই মোয়ার জন্য! কিন্তু কেন এই এলাকার নাম জয়নগর হয়েছে তা জানেন কি?এক সময় আদিগঙ্গা এখান থেকেই প্রবাহিত ছিল। শ্রী চৈতন্য দেবের আদি গঙ্গার তীর ধরে চক্র তীর্থ গমন করে জয়নগর হয়ে পুরীধামে গমন করেন। জয়নগরের ইতিহাসে প্রসিদ্ধ কুলদেবী হলেন জয়চণ্ডী। গবেষকদের কেউ বলেন দেবীর নামে জয়নগর নামটির উৎপত্তি। এই জয়চণ্ডী দেবীর মন্দিরে আজ ও সেই পরম্পরায় ১৫ দিনব্যাপী মায়ের রূপ পরিবর্তনের বিভিন্ন রূপ ফুটে ওঠে।
সুদূর অতীতে কোন এক পুণ্য জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে প্রত্যাদেশ অনুসারে দেবীকে স্থাপন করা হয়। তার পর আজ পর্যন্ত প্রতি বছরই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জয়নগর জয়চণ্ডীতলায় দেবী মন্দিরে মায়ের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে জ্যৈষ্ঠ মাসের শুক্লা প্রতিপদ হইতে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ব্যাপী প্রতি সন্ধ্যায় বিভিন্ন সাজসজ্জায় ও বিচিত্র ভাবভঙ্গিমায় মায়ের রূপ পরিবর্তন হয়। দেশ দেশান্তরের বিভিন্ন ভক্তরা, শক্তি রূপিণী মায়ের নিত্য নতুন বিভিন্ন রূপ স্বচক্ষে দর্শন করে। মায়ের মন্দির জয়নগর মজিলপুর ষ্টেশন হইতে মাত্র আট মিনিটের পথ।
advertisement
আরও পড়ুন : কালো ছোপ ধরা পেঁয়াজ, রসুন কি খাওয়া যায়? খেলে কতটা ক্ষতি শরীরের? জানুন সর্বনাশ থেকে বাঁচতে
কলকাতা- লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের মধ্যে বা সংলগ্ন এলাকা থেকে রোজ বিকেলের ট্রেনে এসে রাত্রে ফেরা যায়। যানবাহনের সুবিধা হওয়ায় নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, উত্তরভাগ, রায়দিঘী, বেহালা প্রভৃতি স্থান থেকেও আসা যায়। জয়নগর রথতলা হইতে পশ্চিমদিকে ৪ মিনিটের পথের শ্রীশ্রী জয়চণ্ডীমাতার মন্দির অবস্থিত।
advertisement
advertisement
এ বার দেখে নেওয়া যাক ১৫ দিনে মায়ের কী কী রূপ থাকছে-২৪ জ্যৈষ্ঠ শুক্রবার প্রতিপদ মাহেশ্বরী, ২৫ জ্যৈষ্ঠ শনিবার দ্বিতীয়ায় কমলেকামিনী, ২৬ জ্যৈষ্ঠ রবিবার তৃতীয়ায় দেবীমনসা, ২৭ জ্যৈষ্ঠ সোমবার চতুর্থীতে বৈষ্ণবী, ২৮ জ্যৈষ্ঠ মঙ্গলবার পঞ্চমীতে বিপত্তারিণী, ২৯ জ্যৈষ্ঠ বুধবার ষষ্ঠীতে গণেশ জননী, ৩০ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সপ্তমীতে ব্রহ্মাণী, ৩১ জ্যৈষ্ঠ শুক্রবার অষ্টমীতে মা শীতলা, ৩২ জ্যৈষ্ঠ শনিবার নবমী , দশমী একাদশী উপলক্ষে জগদ্ধাত্রী। ১ আষাঢ় রবিবার জাহ্নবী, ২ আষাঢ় সোমবার অন্নপূর্ণা, ৩রা আষাঢ় মঙ্গলবার দ্বাদশী রাইরাজা, ৪ আষাঢ় বুধবার দ্বাদশী, ৫ আষাঢ় বৃহস্পতিবার ত্রয়োদশী চতুর্দ্দশী শ্রীলক্ষ্মী, ৬ই আষাঢ় শুক্রবার ইন্দ্রাণী, ৭ আষাঢ় শনিবার পূর্ণিমা কাত্যায়নী মায়ের রাজবেশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2024 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Joynagar Name Origin: মোয়া খেতে ভালবাসেন? কিন্তু ‘জয়নগর’ নাম এল কোথা থেকে? জানলে চমকে যাবেন...