Child Prodigy: ১৭ টি কবিতা মুখস্থ! গড়গড়িয়ে বলে চলে ১৮ রকম সবজির নাম! রেকর্ড বইয়ে ঠাঁই পেয়ে বাজিমাত বিস্ময়শিশুর

Last Updated:

Child Prodigy: আশ্চর্য প্রতিভাধর এক শিশু। মাত্র এক বছর ১০ মাস বয়সেই গড় গড়িয়ে বলতে পারে আবৃত্তি। তাও আবার একটা দুটো কবিতা নয়, ১৭ টি কবিতা তার মুখস্থ।

+
বাড়িতে

বাড়িতে আরাধ্যা 

সৈকত শী, পাঁশকুড়া: আশ্চর্য প্রতিভাধর এক শিশু। মাত্র ১ বছর ১০ মাস বয়সেই গড় গড়িয়ে বলতে পারে আবৃত্তি। তাও আবার একটা দুটো কবিতা নয়, ১৭ টি কবিতা তার মুখস্থ। এই বয়সে অন্যান্য শিশুরা সামান্য কিছু শব্দ বলতে পারে, সেই জায়গায় এই শিশুর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হওয়ায় এই বয়সে নামতা থেকে ইংরেজি অক্ষরমালা-সবকিছুই পর পর বলতে পারে। নাম আরাধ্যা পণ্ডিত। বাড়ি পাঁশকুড়া ব্লকের অন্তর্গত বালিশর গ্রামে। এই শিশু বয়সেই তার এই আশ্চর্য প্রতিভা দেখে পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়রাও মুগ্ধ। ছোট্ট আরাধ্যার নাম উঠল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে।‌
আরাধ্যার বাবা সোমনাথ পণ্ডিত সরকারি স্কুলের শিক্ষক, অন্যদিকে মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স। যে বয়সে অন্যান্য শিশুরা ঠিক মতো কথা বলতে পারে না। সেই বয়সেই আরাধ্যা বিভিন্ন পশু পাখির ডাক থেকে অন্যান্য কথা শুনে শুনে বলতে পারত। তারপর থেকেই বাবা মার অসাধারণ প্রশিক্ষণে অসাধারণ হয়ে উঠেছে ছোট্ট আরাধ্যা। তাই আরাধ্যার স্মৃতিশক্তি এই বয়সের অন্যান্য শিশুদের তুলনায় অনেকটাই বেশি। গড়গড়িয়ে ছড়া বলা থেকে নামতা, ইংরেজির অক্ষর থেকে শুরু করে সবকিছুই তার ঠোঁটস্থ।
advertisement
আরও পড়ুন : প্রকৃতির কোলে অল্প খরচে ছুটি কাটাতে চান? আসুন ভুটান পাহাড় ও চাবাগানের মাঝে এই একফালি জায়গায়
আরাধ্যার এই বিশ্বের প্রতিভা নিয়ে তার মা অনামিকা পণ্ডিত জানান, এক বছর বয়স থেকেই আরাধ্যা টিভি থেকে বা চারপাশের পশু পাখির আওয়াজ শুনে শুনে নকল করতে পারত। নিজের নাম, বাড়ি ও ঠিকানা বলতে পারে। তার পর থেকে ধীরে ধীরে আরাধ্যাকে যা শেখানো হয়, তা সে মনে রাখতে পারে। এই বয়সে ফুল ফল সবজি চেনার পাশাপাশি বিভিন্ন পশু পাখিদেরও চিনতে পারে।
advertisement
advertisement
প্রখর স্মৃতি শক্তিধর আরাধ্যায় এই বয়সে ১৭ টি কবিতা আবৃত্তির পাশাপাশি ছোট্ট আরাধ্যা ১৮ রকম সবজিও চিনতে পারে। বাড়ির ৪০ রকমের জিনিস চিনতে পারে। ৬ টি পশুর ডাক নকল করতে পারে। এমনকি নানা পশুদের চিনতে পারে। ঠিকানা ও বাড়ির লোকের নাম বলতে পারে ৩৩ সেকেন্ডে। পাঁশকুড়ার আরাধ্যার এই বিস্ময়কর প্রতিভা দেখে গর্বিত তার পরিবার আত্মীয়স্বজন থেকে প্রতিবেশীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Prodigy: ১৭ টি কবিতা মুখস্থ! গড়গড়িয়ে বলে চলে ১৮ রকম সবজির নাম! রেকর্ড বইয়ে ঠাঁই পেয়ে বাজিমাত বিস্ময়শিশুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement