Dooars Offbeat Destination: প্রকৃতির কোলে অল্প খরচে ছুটি কাটাতে চান? আসুন ভুটান পাহাড় ও চাবাগানের মাঝে এই একফালি জায়গায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dooars Offbeat Destination: মন খোঁজে নতুন ডেস্টিনেশন। নেট ঘাটতে ঘাটতে দিন পেরয়ে যায় কিন্তু ডেস্টিনেশন আর পছন্দ হয় না। আর চিন্তা নয়, আমরা দিচ্ছি আপনার মনপসন্দ ঠিকানা। এখানে গেলেই চোখে পড়বে এক দিকে ডুয়ার্সের জঙ্গল অন্যদিকে ভুটান পাহাড়।
সুরজিৎ দে, জলপাইগুড়ি: সরস্বতীপুজো মানেই শীত প্রায় শেষের পথে। শীতের শেষ মরসুমে অস্থির মন পাহাড় যেতে চাইছে? মন খোঁজে নতুন ডেস্টিনেশন। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দিন পেরিয়ে যায় কিন্তু ডেস্টিনেশন আর পছন্দ হয় না। তবে আর চিন্তা নয়, আমরা দিচ্ছি আপনার মনপসন্দ ঠিকানা। এখানে গেলেই চোখে পড়বে এক দিকে ডুয়ার্সের জঙ্গল অন্যদিকে ভুটান পাহাড়।একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন ‘লাল ঝামেলা’ বস্তি থেকে।
নাম শুনে ঘাবড়াবেন না। একবার যদি সমস্ত দ্বিধা কাটিয়ে চলে আসেন তাহলে আর ফিরে যেতে চাইবেন না! এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভাল হবেই। এই বস্তির সঙ্গে কোনও মিল নেই মহানগরীর কোনও ঘিঞ্জি বস্তির। নেই কোনও “ঝামেলাও”। একদিকে সবুজ চা বাগান আর একদিকে যত দূর চোখ যায় ভুটান পাহাড়। ভারত ভুটানের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে ডায়না নদী। সকালে নদীর কলকল শব্দে আর ভুটান থেকে ভেসে আসা ঘন্টাধ্বনিতেই ঘুম ভাঙে এখানকার পর্যটকদের।
advertisement
আরও পড়ুন : বিউটি পার্লার থেকে প্রেমিকের সঙ্গে পলাতক কনে! হতাশ বরকে নিয়ে বিয়ের আসর থেকে খালি হাতে ফিরলেন বরযাত্রীরা
এবার মনে প্রশ্ন জাগতে পারে কেন এই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। সত্যি কি এখানে কোনও ঝামেলা হয়? না, এ সবের কোনও বালাই নেই। শোনা যায়, চা বাগানের দুই আদিবাসী শ্রমিক নেতা লাল শুকরা ওঁরাও এবং ঝামেলা সিং-এর নাম থেকেই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। প্রায় ৫০০ পরিবারের বসবাস এখানে। এলাকায় পৌঁছনো মাত্রই স্থানীয় এলাকাবাসীই আপনাকে সাদরে আমন্ত্রণ জানাবেন টুরিস্ট স্পটে। তাহলে, এ বার শীত শেষ হওয়ার আগে চলেই আসুন এই বস্তিতে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 3:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars Offbeat Destination: প্রকৃতির কোলে অল্প খরচে ছুটি কাটাতে চান? আসুন ভুটান পাহাড় ও চাবাগানের মাঝে এই একফালি জায়গায়