Dooars Offbeat Destination: প্রকৃতির কোলে অল্প খরচে ছুটি কাটাতে চান? আসুন ভুটান পাহাড় ও চাবাগানের মাঝে এই একফালি জায়গায়

Last Updated:

Dooars Offbeat Destination: মন খোঁজে নতুন ডেস্টিনেশন। নেট ঘাটতে ঘাটতে  দিন পেরয়ে যায় কিন্তু ডেস্টিনেশন আর পছন্দ হয় না। আর চিন্তা নয়, আমরা দিচ্ছি আপনার মনপসন্দ ঠিকানা। এখানে গেলেই চোখে পড়বে এক দিকে ডুয়ার্সের জঙ্গল অন্যদিকে ভুটান পাহাড়। 

+
ডুয়ার্সের

ডুয়ার্সের সুন্দর ডেস্টিনেশন

সুরজিৎ দে, জলপাইগুড়ি: সরস্বতীপুজো মানেই শীত প্রায় শেষের পথে। শীতের শেষ মরসুমে অস্থির মন পাহাড় যেতে চাইছে? মন খোঁজে নতুন ডেস্টিনেশন। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দিন পেরিয়ে যায় কিন্তু ডেস্টিনেশন আর পছন্দ হয় না। তবে আর চিন্তা নয়, আমরা দিচ্ছি আপনার মনপসন্দ ঠিকানা। এখানে গেলেই চোখে পড়বে এক দিকে ডুয়ার্সের জঙ্গল অন্যদিকে ভুটান পাহাড়।একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন ‘লাল ঝামেলা’ বস্তি থেকে।
নাম শুনে ঘাবড়াবেন না। একবার যদি সমস্ত দ্বিধা কাটিয়ে চলে আসেন তাহলে আর ফিরে যেতে চাইবেন না! এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভাল হবেই। এই বস্তির সঙ্গে কোনও মিল নেই মহানগরীর কোনও ঘিঞ্জি বস্তির। নেই কোনও “ঝামেলাও”। একদিকে সবুজ চা বাগান আর একদিকে যত দূর চোখ যায় ভুটান পাহাড়। ভারত ভুটানের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে ডায়না নদী। সকালে নদীর কলকল শব্দে আর ভুটান থেকে ভেসে আসা ঘন্টাধ্বনিতেই ঘুম ভাঙে এখানকার পর্যটকদের।
advertisement
আরও পড়ুন : বিউটি পার্লার থেকে প্রেমিকের সঙ্গে পলাতক কনে! হতাশ বরকে নিয়ে বিয়ের আসর থেকে খালি হাতে ফিরলেন বরযাত্রীরা
এবার মনে প্রশ্ন জাগতে পারে কেন এই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। সত্যি কি এখানে কোনও ঝামেলা হয়? না, এ সবের কোনও বালাই নেই। শোনা যায়, চা বাগানের দুই আদিবাসী শ্রমিক নেতা লাল শুকরা ওঁরাও এবং ঝামেলা সিং-এর নাম থেকেই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। প্রায় ৫০০ পরিবারের বসবাস এখানে। এলাকায় পৌঁছনো মাত্রই স্থানীয় এলাকাবাসীই আপনাকে সাদরে আমন্ত্রণ জানাবেন টুরিস্ট স্পটে। তাহলে, এ বার শীত শেষ হওয়ার আগে চলেই আসুন এই বস্তিতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars Offbeat Destination: প্রকৃতির কোলে অল্প খরচে ছুটি কাটাতে চান? আসুন ভুটান পাহাড় ও চাবাগানের মাঝে এই একফালি জায়গায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement