শীতকালে শিশুদের গরমের পোশাক পরানো জরুরি। শীতকালে ঠান্ডা যাতে না লাগে সে কারণে হাত-পা,কান, মাথা ঢেকে রাখা উচিত। তবে এই সময় পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত শিশুদের। ডিম -মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিযুক্ত খাবার খাওয়ানোর প্রয়োজন বলেই মত চিকিৎসকের।
আরও পড়ুন – Dandruff Remedies: খুশকি গায়েব ম্যাজিকের মতো, হাজার টাকার ট্রিটমেন্ট ফেল হবে ঘরোয়া এই টোটকায়
advertisement
বিভিন্ন রোগের উপসর্গ অনেকটা আগে থেকেই লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে। যেমন গায়ের রং নীলাভ হওয়া, এক মিনিটে কতবার শ্বাস-প্রশ্বাস নিচ্ছে সেই হিসেবে রোগকে চিহ্নিত করা যায়। নানা ধরনের রোগের উপসর্গ আগে থেকেই দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ছ’মাস বয়স পর্যন্ত শিশুদের মাতৃদুগ্ধ পান করানই শ্রেয়। পাশাপাশি এই সময় যে সমস্ত টিকা বাচ্চাদের দেওয়া হয় তা নির্দিষ্ট সময়ে দিতে হবে। এক থেকে ছ’মাস বয়স পর্যন্ত শিশুদের যদি একবার দুজনের বেশি জ্বর থাকে সেক্ষেত্রে ভয়ের কারণ থাকতে পারে। অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শীতের সময় এমনকি সারা বছর সামান্য পরিচর্যা করলেই শিশুদের সুস্থ রাখা যাবে।
Ranjan Chanda