আরও পড়ুন: ব্যর্থতার হতাশায় কান্নাকাটি নয়, বিয়ে ভাঙার পর আজ মহিলারা নতুন করে সংসার বাঁধতেই আগ্রহী
একইসঙ্গে এই সুপারফুড ব্যবহার করা যায় ফেসপ্যাকেও৷ কীভাবে এই দানা দিয়ে বাড়িতে খুব সহজেই ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করা যায়৷ ফেসপ্যাকের জন্য এক চামচ চিয়াসিড নিন৷ তার সঙ্গে ১ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুররস মিশিয়ে রাখুন একটি পাত্রে৷ মিশ্রণটি ভাল করে মিশিয়ে ওই ফেসপ্যাক মাখুন মুখে৷ আধঘণ্টা পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন৷ সপ্তাহে এক বার এই ফেসপ্যাক ব্যবহার করুন৷ লেবুর রস থাকায় ত্বকের জন্য এটি খুবই স্বাস্থ্যকর৷ নারকেল তেল ত্বককে আর্দ্র করে তোলে৷ চিয়াদানা ত্বককে হাইড্রেটেড রাখে৷
advertisement
আরও পড়ুন: সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...
আরও পড়ুন: শীতভর মুখে রাখুন কয়েক কুচি আমলকি, দূরে থাকবে বহু জটিল রোগবালাই
শিয়া সিডের উপকারিতা-
চিয়া সিডে প্রচুর পরিমাণে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার৷ এই উপাদানগুলির ফলে ত্বক স্বাস্থ্যকর ও উজ্জ্বল থাকে৷ মাঝে মাঝেই অস্বাস্থ্যকর লাইফস্টাইল, খাওয়া দাওয়ার গণ্ডগোল, অপর্যাপ্ত ঘুম-সহ একাধিক কারণে ত্বকে ফ্রেকলস, রিঙ্কলস, লাইনস দেখা দেয়৷ ফলে ত্বকে সময়ের আগেই বয়সের ছাপ পড়ে যায়৷ এই সমস্য়াগুলি দূর করে ত্বককে চিরনবীন রাখে চিয়াদানা৷