TRENDING:

Winter Skin Care : শীতের শুষ্কতা থেকে বাঁচিয়ে ত্বককে তরতাজা রাখে চিয়াদানা

Last Updated:

শিয়াবীজের একাধিক উপকারিতা আছে (benefits of chia seeds)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে একাধিক সমস্যার শিকার হয় আমাদের ত্বক (skin problem in winter)৷ অত্যধিক শুকনোভাব, বিবর্ণতা থেকে ত্বকে দাগছোপ-এরকম বহু সমস্যার মুখোমুখি হয়েই থাকি আমরা৷ বাতাসে আর্দ্রতা কমে যায় এবং আমাদের শরীরে জলীয়ভাব কমে যায়৷ ফলে আমাদের ত্বক শুকনো হয়ে পড়ে৷ ত্বকে আঁশের মতো অংশ দেখা যায়৷ শুষ্কতার কারণে প্রদাহও হয়৷ চিয়া সিডস-এর সাহায্যে আমরা এই সমস্যাগুলি এড়িয়ে যেতে পারি৷ এছাড়াও চিয়াবীজের একাধিক উপকারিতা আছে (benefits of chia seeds)৷
advertisement

আরও পড়ুন: ব্যর্থতার হতাশায় কান্নাকাটি নয়, বিয়ে ভাঙার পর আজ মহিলারা নতুন করে সংসার বাঁধতেই আগ্রহী

একইসঙ্গে এই সুপারফুড ব্যবহার করা যায় ফেসপ্যাকেও৷ কীভাবে এই দানা দিয়ে বাড়িতে খুব সহজেই ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করা যায়৷ ফেসপ্যাকের জন্য এক চামচ চিয়াসিড নিন৷ তার সঙ্গে ১ চামচ নারকেল তেল, ১ চামচ লেবুররস মিশিয়ে রাখুন একটি পাত্রে৷ মিশ্রণটি ভাল করে মিশিয়ে ওই ফেসপ্যাক মাখুন মুখে৷ আধঘণ্টা পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন৷ সপ্তাহে এক বার এই ফেসপ্যাক ব্যবহার করুন৷ লেবুর রস থাকায় ত্বকের জন্য এটি খুবই স্বাস্থ্যকর৷ নারকেল তেল ত্বককে আর্দ্র করে তোলে৷ চিয়াদানা ত্বককে হাইড্রেটেড রাখে৷

advertisement

আরও পড়ুন:  সুখী বিবাহিত জীবনের গোপনকথা হল...

আরও পড়ুন: শীতভর মুখে রাখুন কয়েক কুচি আমলকি, দূরে থাকবে বহু জটিল রোগবালাই

শিয়া সিডের উপকারিতা-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিয়া সিডে প্রচুর পরিমাণে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার৷ এই উপাদানগুলির ফলে ত্বক স্বাস্থ্যকর ও উজ্জ্বল থাকে৷ মাঝে মাঝেই অস্বাস্থ্যকর লাইফস্টাইল, খাওয়া দাওয়ার গণ্ডগোল, অপর্যাপ্ত ঘুম-সহ একাধিক কারণে ত্বকে ফ্রেকলস, রিঙ্কলস, লাইনস দেখা দেয়৷ ফলে ত্বকে সময়ের আগেই বয়সের ছাপ পড়ে যায়৷ এই সমস্য়াগুলি দূর করে ত্বককে চিরনবীন রাখে চিয়াদানা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Skin Care : শীতের শুষ্কতা থেকে বাঁচিয়ে ত্বককে তরতাজা রাখে চিয়াদানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল