বাঁকুড়া জেলার ওন্দায় বিক্রমপুর গ্রামে এইভাবেই পরিচর্যার অভাবে পড়ে রয়েছে বিষ্ণুপুরের মল্ল রাজার আমলের বিগ্রহহীন শতাব্দীপ্রাচীন মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা ইতিহাস অপেক্ষা করছে পরিচর্যার ছোঁয়ার। মন্দিরের আরও কাছে গেলে দেখতে পাবেন টেরাকোটার কারুকার্য ঢেকে গিয়েছে ঘুঁটেতে।
এত কিছু দেখার পর স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগবে। একটু অনুসন্ধান করলেই জানা যাবে বিক্রমপুর গ্রামের একপ্রান্তে বাস করে বল্লভ পরিবার। এই পরিবারের কাছেই রয়েছে মন্দিরের সেবা করার দায়িত্ব। তাঁদের কাছেই রয়েছে মন্দিরের শতাব্দীপ্রাচীন অষ্টধাতুর বিগ্রহ। এখন গ্রামের মানুষ পালা করে পুজো করেন।
advertisement
আরও পড়ুন : টোস্ট না করেই পাউরুটি খাওয়া ভয়ঙ্কর ক্ষতিকর? কাঁচা পাউরুটি খেলেই অম্বল আর পেটের রোগে দফারফা জীবন? জানুন
বল্লভ পরিবারের এক সদস্য জানান বিষ্ণুপুরের মল্ল রাজা গোপাল সিংহ মহারাজ তৎকালীন সময়ে মুখোপাধ্যায় পরিবারকে দেন মন্দিরের দায়িত্ব এবং কিছু সম্পত্তি, সঙ্গে উপাধি দেন বল্লভ। তারপর থেকে বল্লভ পরিবারের তত্ত্বাবধানে চলে আসছে মন্দিরের সেবার কাজ। যাঁরা খোঁজ খবর রাখেন তাঁরা মন্দির দেখতে এলে বল্লভদের মুখেই জেনে নেন ইতিহাস।