TRENDING:

Bizarre Auction: পোষা সারমেয় চিবিয়েছে ডান পা, শতাধিক বছরের শতছিন্ন পুতুলের দাম নিলামে উঠল প্রায় ৫৫ লক্ষ টাকা!

Last Updated:

Bizarre Auction: একটি পা চর্বিত হলেও আমেরিকার এক ক্রেতা পুতুলটির জন্য দর দিয়েছেন ৫২ হাজার ৬৭৫ পাউন্ড৷ ভারতীয় মুদ্রায় ৫৪ লক্ষ ১৬ হাজার ৬১২ টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শতাধিক বছরের পুরনো পুতুল৷ বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে নানা ক্ষতচিহ্ন৷ পুতুলের ডান পা চিবিয়ে খেয়েছে কুকুর৷ একটু হলে বাতিল পুতুলের জায়গা হতে যাচ্ছিল আবর্জনার স্তূপে৷ সেই পুতুলই ইংল্যান্ডে নিলামে বিক্রি হল প্রায় ৫৩ হাজার পাউন্ডে৷ বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী ১৯১০ সালে তৈরি এই অ্যান্টিক পুতুল ভেক্টিজ অকশন হাউসে নিলামে ওঠে৷ একটি পা চর্বিত হলেও আমেরিকার এক ক্রেতা পুতুলটির জন্য দর দিয়েছেন ৫২ হাজার ৬৭৫ পাউন্ড৷ ভারতীয় মুদ্রায় ৫৪ লক্ষ ১৬ হাজার ৬১২ টাকা৷
কেন এই শতছিন্ন পুতুলের দাম এত বেশি
কেন এই শতছিন্ন পুতুলের দাম এত বেশি
advertisement

কিন্তু কেন এই শতছিন্ন পুতুলের দাম এত বেশি? সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে ক্যামার অ্যান্ড রেইনহার্ডট সংস্থার তৈরি এই পুতুল অত্যন্ত উচ্চমানের৷ প্রতি ২০-৩০ বছর অন্তর একবার করে বাজারে এসেছে এই খেলনা৷ সমসাময়িক খেলনাগুলির তুলনায় এর দাম সব সময়ই বেশি৷ প্রায় জীবন্ত রূপ-সহ এই পুতুল নিজেদের সংগ্রহে রাখতে ভালবাসতেন খেলনাপ্রেমীরা৷

advertisement

আরও পড়ুন :  ব্লাড সুগার ও উচ্চরক্তচাপ একসঙ্গে কমাতে চান? নিয়মিত খান কালোজামের বীজের গুঁড়ো

কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে পাল্টাতে থাকে চেনা ছবি৷ দামি পুতুলের চাহিদা কমতে শুরু করে৷ যিনি নিলামে দিয়েছেন পুতুলটি, জানিয়েছেন এটি প্রথমে ছিল তাঁর দিদিমার৷ পরে পুতুলটি নিয়ে খেলতেন তাঁর মা৷ মায়ের কাছ থেকেই তিনিও পেয়েছিলেন পুতুলটি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে এই পুতুলটি নির্মাণশৈলির দিক দিয়ে অনন্য৷ তার চেহারার ক্ষতি সম্বন্ধে জানাতে গিয়ে বলা হয়েছে ‘‘পুতুলটির ডানহাতের তর্জনীর উপরের অংশটি নেই৷ ডান পায়ের নীচের অংশ চিবিয়ে খেয়েছিল পোষা কুকুর৷ অন্য পায়েও রয়েছে আঘাতের চিহ্ন৷ তবে দু’টি পা-ই মেরামত করা হয়েছে৷’’

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre Auction: পোষা সারমেয় চিবিয়েছে ডান পা, শতাধিক বছরের শতছিন্ন পুতুলের দাম নিলামে উঠল প্রায় ৫৫ লক্ষ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল