TRENDING:

Blood Sugar Control Tips: ব্লাড সুগারে কি ফুলকপি খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:

Blood Sugar Control Tips: ভাজা, তরকারি, চচ্চড়ি থেকে শুরু করে খিচুড়ির মধ্যে ডুমো ডুমো-ফুলকপির রেসিপি প্রচুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতকালীন সবজির মধ্যে অন্যতম ফুলকপি। বাঙালির বাজারফেরত ব্যাগ থেকে ফুলকপি উঁকি দিচ্ছে না, এরকম বড় একটা দেখা যায় না। ভাজা, তরকারি, চচ্চড়ি থেকে শুরু করে খিচুড়ির মধ্যে ডুমো ডুমো-ফুলকপির রেসিপি প্রচুর। স্বাদের পাশাপাশি এই সবজির উপকারিতাও অঢেল। সংবাদমাধ্যমে এই সবজির গুণাগুণ নিয়ে বলেছেন ডক্টর উষাকিরণ শিশোদিয়া।
শীতকালীন সবজির মধ্যে অন্যতম ফুলকপি
শীতকালীন সবজির মধ্যে অন্যতম ফুলকপি
advertisement

ফুলকপির মধ্যে থাকা সালফোরেফেন যৌগ যৌগ রক্তপ্রবাহ বজায় রেখে হৃদযন্ত্রের কাজকর্ম স্বাভাবিক রাখে৷ ডায়েটরি ফাইবার এবং পটাশিয়াম থাকায় উচ্চরক্তচাপের সমস্যাতেও ডায়েটে রাখতে পারেন ফুলকপি৷ তবে রান্নায় বেশি তেলমশলা ও নুন দেবেন না৷ ফুলকপিতে ক্যালরির পরিমাণ নামমাত্র৷ ফ্যাটের পরিমাণ প্রায় নেই বললেই চলে৷ তাই লো ক্যালরি ডায়েটের অঙ্গ হিসেবে এই সব্জি ডায়েটে রাখুন৷ যাঁরা ডায়েটিং করছেন, তাঁদের জন্য উপকারী এই সব্জি৷

advertisement

আরও পড়ুন : মেদ কমিয়ে রোগা ছিপছিপে হতে চান? সঙ্গে উজ্জ্বল চুল ও ত্বক? খান অবহেলিত এই ফলের বীজ

ডায়েটরি ফাইবার, নানারকম ভিটামিনের উপস্থিতিতে ফুলকপি মধুমেহ রোগে অপরিহার্য হয়ে উঠেছে৷ মেটাবলিজমের হার ঠিক রাখে ফুলকপির খাদ্যগুণ৷ বি গ্রুপের ভিটামিন এবং কোলিন থাকায় বাচ্চাদের স্মৃতি ও মেধা বৃদ্ধির জন্যও কার্যকরী ফুলকপি৷ আধুনিক সমীক্ষায় প্রকাশ, পরিণত বয়সে অ্যালঝাইমার্সও প্রতিরোধ করে ফুলকপি৷ বিটা ক্যারটোনিয়েডস থাকায় শিশুদের দৃষ্টিশক্তি উজ্জ্বল করে ফুলকপি৷ মরশুমি অসুখ থেকে প্রতিরোধ শক্তি গড়ে তোলে ফুলকপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

পরিপাক ক্রিয়ায় ফুলকপি সহায়ক৷ তবে সালফারের উপস্থিতি একে মাঝে মাঝেই গুরুপাক ও দুষ্পাচ্য করে তোলে৷ ফলে পেট ভার ও গ্যাসের সমস্যা হতে পারে৷ তাই অতিরিক্ত ফুলকপি খাওয়া ঠিক নয়৷ গাউট আর্থ্রাইটিস ও থাইরয়েডের রোগীরা এই সব্জি এড়িয়ে চলতে পারলেই শ্রেয়৷ তবে রান্নার আগে ফুলকপি ভাপিয়ে জল ফেলে দেবেন৷ ফুলকপিতে অতিরিক্ত তেলমশলা দেবেন না৷ কম রাখুন নুনের পরিমাণও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blood Sugar Control Tips: ব্লাড সুগারে কি ফুলকপি খাওয়া ভাল না ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল