আরও পড়ুন: বর্ষা এলেই চুলের সমস্যায় জেরবার? এই কৌশলে ম্যাজিকের মতো ফল পাবেন
আইপিএস অফিসার দীপাংশু কাবরা একটি ক্যাপশন সহ ভিডিওটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে তিনি লোকেদের রাস্তায় দ্রুত চলা থেকে বিরত থাকাতে বলেছেন কড়া করেই।
advertisement
আরও পড়ুন: কলেজ গ্রুপের সবারই আগামী বছর বিয়ে? আজই জেনে নিন কিছু ফাটাফাটি ব্য়াচেলর ট্রিপ ডেস্টিনেশনের হদিশ
"একটু দেরি হয়ে যাওয়ার চেয়ে আপনার জীবনের দাম বেশি গুরুত্বপূর্ণ। এর মূল্য দিন! প্রকৃতি যে কোনও যন্ত্রের চেয়ে সর্বদাই অনেক বেশি শক্তিশালী। প্রকৃতিকে সম্মান করুন", দীপাংশু কাবরা তার পোস্টে এমনটাই বলেছেন।
আরও পড়ুন: সাবধান! এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার সঙ্গীর আপনার থেকে মন সরে যাচ্ছে
অনলাইনে দেখা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভিউ এসেছে ভিডিয়োতে। কমেন্ট সেকশনে প্রচুর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁদের চিন্তাভাবনা এবং ভয় শেয়ার করেছেন। গাড়ি চালানোর জন্য আপনি সতর্ক হবেন কিনা ভেবে নিন এখন।
