TRENDING:

প্যাডেড ব্রা পরলে স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে? সত্যি না গুজব, জেনে নিন!

Last Updated:

Breast Cancer : ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বেশ কিছু নিবন্ধ প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয়, আঁটসাঁট ব্রা পরলে স্তন ক্যানসার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যাডেড ব্রা পরলে না কি স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে! এমন গুজব বাজারে খুব ছড়িয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করেন, সাধারণ ব্রা-এর থেকে প্যাডের ব্রা ভিন্ন উপকরণে তৈরি। এটাই স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বেশ কিছু নিবন্ধ প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয়, আঁটসাঁট ব্রা পরলে স্তন ক্যানসার হয়। তারপর থেকেই এই মিথটি ডালপালা মেলেছে।
স্তন ক্যানসার একটি রোগ
স্তন ক্যানসার একটি রোগ
advertisement

স্তন ক্যানসার একটি রোগ। ব্রায়ের ধরন (এর উপাদান, রঙ, প্যাডিং, আন্ডার-ওয়্যারিং সহ)কিংবা লুজ অথবা টাইট অন্তর্বাসের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল ইটিওলজি সহ স্তনের কোষে আণবিক বা জেনেটিক পরিবর্তন হয়, সেটাই ক্যানসারের দিকে পরিচালিত করে।

আন্ডারওয়্যারড ব্রা পরলে স্তন ক্যানসার হয় না: বিশেষজ্ঞরা বলছেন, রাতে ব্রা পরে ঘুমানো বা আন্ডারওয়্যারড ব্রা পরার সঙ্গে স্তন ক্যানসারের কোনও যোগসূত্র নেই। রাতে ব্রা পরা নিরাপদ এবং স্বাস্থ্যকর। অস্বস্তি হলে পরার দরকার নেই। কিন্তু স্তন ক্যানসারের সম্পর্ক খোঁজা নিরর্থক।

advertisement

আরও পড়ুন :  বিয়ের দিন লেহেঙ্গা পরবেন? রঙ বেছে নিন এখান থেকে, লোকে চোখ ফেরাতে পারবে না!

তবে অস্বস্তি হতে পারে: পোকিং তারে অস্বস্তি হতে পারে। খোঁচা লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আন্ডারওয়্যারড ব্রা-এর তারগুলি কেসিং থেকে বেরিয়ে আসে। এমন ব্রা পরা উচিত নয়। এছাড়া ব্রা-এর ফিটিং ঠিক না হলে ব্যথা, কম্প্রেশন হতে পারে। অসাড় হয়ে যাওয়াও অসম্ভব নয়। এই ধরনের ব্রা পরলে বুকে চাপ পড়তে পারে। তবে শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। মানুষ তার পছন্দ অনুযায়ী পোশাক পরে। এর সঙ্গে স্বাস্থ্য কিংবা অন্য কিছু যুক্ত নয়। তাই পছন্দ মতো পোশাক পরায় কোনও বাধা নেই। তাই যে কোনও ধরনের ব্রা পরার পরামর্শ দেওয়া হলেও সাইজ এবং ফিটিংসে বিশেষ যত্ন নেওয়া উচিত।

advertisement

এই বিষয়গুলিতেও মনোযোগ দেওয়া উচিত: ব্রা প্রতিটি মহিলার পোশাকের একটি অবিচ্ছেদ্য অংশ। তবু এই নিয়ে বহু মিথ প্রচলিত আছে। চিকিৎসকরা সেই সব মিথ নস্যাৎ করে বলছেন, প্যাডেড ব্রায়ের সঙ্গে স্তন ক্যানসারের কোনও যোগ নেই। তবে অতিরিক্ত ওজনের কারণে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। ওজন বাড়লে মহিলাদের স্তন বড় হওয়ার সম্ভাবনা বেশি। তাই তাঁরা প্লাস সাইজ ব্রা ব্যবহার করতে পছন্দ করেন। ওজন বাড়লে শুধু স্তন ক্যানসার নয়, অনেক প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ে। তাই সঠিক খাদ্যাভ্যাস, পরিচ্ছন্ন খাদ্য, মরশুমি খাবার এবং প্রচুর শারীরিক পরিশ্রমের পরামর্শ দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্যাডেড ব্রা পরলে স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে? সত্যি না গুজব, জেনে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল