TRENDING:

Café Positive : জীবনে এগিয়ে চলার সদর্থক বার্তা দিতে হাজির সম্পূর্ণ এইচআইভি পজিটিভ কর্মী পরিচালিত এই ক্যাফে

Last Updated:

Café Positive : আপাতত ‘ক্যাফে পজিটিভ’-এর কর্মীসংখ্যা ৭ জন৷ তাঁরা সকলেই এইচআইভি পজিটিভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Café Positive : এইচআইভি পজিটিভ কর্মী দ্বারা পরিচালিত এশিয়ার প্রথম ক্যাফে তার যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে কলকাতায়৷ এইডস নিয়ে সচেতনতা প্রসার এবং এইচআইভি পজিটিভদের কাছে কর্মসংস্থানের নতুন দিশা খুলে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য বা উদ্দেশ্য৷ আপাতত ‘ক্যাফে পজিটিভ’-এর কর্মীসংখ্যা ৭ জন৷ তাঁরা সকলেই এইচআইভি পজিটিভ৷
Café Positive, ( Photo Courtesy: Facebook)
Café Positive, ( Photo Courtesy: Facebook)
advertisement

ক্যাফের মালিক কল্লোল ঘোষের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে৷ সেখানে মানসিক রোগী এবং এইচআইভি পজিটিভদের নিয়ে কাজ করা হয়৷ এই ক্যাফের আইডিয়া তিনি পান জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে৷ সেখানেও একটি ক্যাফে আছে যেটি পরিচালনা করে এইচআভভি পজিটিভ-রাই৷

আরও পড়ুন : বাচ্চা কি কারণে-অকারণে রেগে যাচ্ছে? রাগ নিয়ন্ত্রণের পথ দেখাতে হবে অভিভাবককেই

advertisement

কল্লোল এই ক্যাফে প্রথম শুরু করেছিলেন ২০১৮ সালে৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন পূ্র্ব ভারতে আরও ৩০ টি এরকম ক্যাফে তিনি শুরু করতে চান৷ তার জন্য ৮০০ জনকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে৷ ক্যাফের প্রতি জনসাধারণের মনোভাবও ইতিবাচক বলে তিনি জানিয়েছেন৷ তবে অস্বস্তিও আছে৷ কর্মীরা এইচআইভি পজিটিভ জেনে কেউ কেউ অস্বস্তিতে পড়েন ঠিকই৷ তাঁদের কাছে সব ব্যাখ্যা করে বলা হয়৷ কল্লোলের দাবি, সব শোনার পর বেশির ভাগ ক্রেতাই রয়ে যান ক্যাফের টেবিলে৷

advertisement

আরও পড়ুন : মদের প্রতি আসক্তি কিছুতেই ছাড়তে পারছেন না? নিজের চরম ক্ষতি থেকে বাঁচতে উপায়

আরও পড়ুন : ভ্যাপসা গরমে বার বার পেটের গণ্ডগোল ও ডায়রিয়া? রইল মুক্তির জন্য ঘরোয়া টোটকা

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

প্রথম দিকে ক্যাফের প্রতিবেশীদের কাছ থেকেও এসেছিল বিরূপ ও সন্দিগ্ধ আচরণ৷ পরে অবশ্য তাঁরা অনুভব করেন যে এইচআইভি পজিটিভরাও মানুষ৷ তবে অতীতে শ্যেফদের নিয়ে সমস্যায় পড়েছিলেন কল্লোল৷ ক্যাফের শাখা আরও বাড়ানোর মুহূর্তে এই সময় তিনি পেশাদারদের সাহায্যই নিতে চান বলে জানান কল্লোল৷ এই ক্যাফের কফি ও স্যান্ডউইচ কলেজপড়ুয়াদের কাছে খুবই জনপ্রিয়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Café Positive : জীবনে এগিয়ে চলার সদর্থক বার্তা দিতে হাজির সম্পূর্ণ এইচআইভি পজিটিভ কর্মী পরিচালিত এই ক্যাফে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল