TRENDING:

খেলার ছলে বিশালাকার ঘোড়া, মোষ কাঁধে তুলে নিচ্ছেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

হাসতে হাসতে ঘোড়া, মোষকে পিঠে চড়াচ্ছেন ইনি । এমন বলশালী মানুষ দেখে সকলেই তাঁর নাম দিয়েছেন ‘ভীম’ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইউক্রেন: এ দেশে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । আর সে সব ঘটনা এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
advertisement

এই ব্যক্তির কাণ্ড কারখানা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের । কারণ হাসতে হাসতে ঘোড়া, মোষকে পিঠে চড়াচ্ছেন ইনি । এমন বলশালী মানুষ দেখে সকলেই তাঁর নাম দিয়েছেন ‘ভীম’ । মহাভারতের এই চরিত্রটিও ছিলেন অসীম বলশালী । তাই স্বাভাবিক ভাবেই ভীমের সঙ্গে তুলনা চলে আসছে ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে ওই ব্যক্তি ইউক্রেনের বাসিন্দা । ৪১ বছরের ওই ব্যক্তির নাম ডিমিট্রো । আগে দেখা গিয়েছিল, একই সঙ্গে ৬ জন মানুষকে কাঁধে তুলতে সক্ষম ডিমিট্রো খালাদঝি । এখন মাঝেমধ্যেই তিনি একটি পূর্ণ বয়ষ্ক ঘোড়া বা মোষকে কাঁধে তুলে নেন । আসলে ওই ব্যক্তি সার্কাসে কাজ করেন । কর্মসূত্রেই এ ধরনের কাজে পারদর্শী তিনি । ১৫০ কেজি ওজন তিনি এক হাতে তুলতে পারেন । মোট ৬৩ টি গিনিস বুক রেকর্ডস রয়েছে তাঁর ।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
খেলার ছলে বিশালাকার ঘোড়া, মোষ কাঁধে তুলে নিচ্ছেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল