পাশাপাশি পহেলগাঁওয়ে এবং পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করছেন বৌদ্ধভিক্ষুরা। হ্যামিল্টনগঞ্জের পুণ্যজ্যোতি বৌদ্ধবিহার অন্যতম পুরনো বৌদ্ধবিহার। বুদ্ধ পূর্ণিমা-সহ যে কোনও অনুষ্ঠানে এই বৌদ্ধ মঠে প্রার্থনা ও পুজো করতে আসেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সম্প্রতি ভারতীয় সেনা এবং বায়ু সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুর করা হয়েছে। যেখানে পাক ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি নষ্ট করেছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধ চলছে জোরকদমে। পাকিস্তানের প্রতিটি ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিচ্ছে ভারত। পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাব দিতে শুরু করেছে ভারত, বলছেন সকলেই। এর পরেই সারা দেশ জুড়ে যুদ্ধের আবহ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সেনা জওয়ানদের মঙ্গল কামনায় বৌদ্ধবিহারে বিশেষ পুজোর আয়োজন করা হয়। উপস্থিত আছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাঁদের মতে, পহেলগাঁও জঙ্গি হামলার পর যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। ভারতীয় সেনা সব সময় তৈরি পাকিস্তানকে যোগ্য জবাব দিতে। তাঁদের সুস্থতা কামনা করে পুজো পাঠ হচ্ছে।
advertisement
অন্যদিকে বৌদ্ধ ভিক্ষুদের মতে বৌদ্ধধর্ম শান্তির ধর্ম। তবে আত্মরক্ষা করতে জানেন সকলেই।দেশের এই পরিস্থিতিতে সঙ্গে রয়েছেন তাঁরা। সর্বজ্যোতি ভিক্ষু জানান, ” সন্ত্রাসবাদ দমন করতে ভারত যে পদক্ষেপ করেছে তার সঙ্গে রয়েছি আমরা সকলে। আমাদের বীর জওয়ানরা সুস্থ থাকুন-তার জন্যই এই পুজোর আয়োজন। “