অন্যদিকে বরকেও হাঁটু গেড়ে বসে সবার সামনে কনেকে প্রস্তাব দিতে দেখা যায় কোথাও কোনও কোনও বিয়ের দৃশ্যে। আবার কিছু বর তাদের কনের জন্য একটি রোমান্টিক গান গাওয়ার সময় একটু ভিন্নভাবে তা করার চেষ্টা করে। কনেরাও তাদের আনন্দ প্রকাশের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেন। এমনই কিছু দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে (Viral Video)। এখানে মণ্ডপে আসার আগে এমন কিছু করার পরিকল্পনা করেছিলেন কনে যা সবাইকে চমকে দেয়।
advertisement
বরকে মণ্ডপে রেখে মঞ্চে আগেই পৌঁছে যান কনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওতে দেখা যায়, মণ্ডপে কনের জন্য অপেক্ষা করছেন বর, পণ্ডিতজি ও আত্মীয়রা। কিন্তু কনের খোঁজ নেই। হঠাৎ করেই সবাই জানতে পারেন কনে শেষ পর্যন্ত কোথায়। কনে তার বিয়েতে খুব খুশি ছিলেন আর সেই আনন্দের অদূরে একটি মঞ্চে উঠে তিনি নাচতে শুরু করেন। মণ্ডপে বসে থাকা বর ও ঠাকুরমশাই তাঁকে খুঁজছেন এবং ইশারায় তাঁকে তাড়াতাড়ি মণ্ডপে আসতে বলেন। ওদিকে কনে কিন্তু মশগুল নাচে। মনের আনন্দে নাচ করতে থাকেন কনে (Bride Viral Video)। নববধূর হাতে ছিল একটি সিঁদুরের বাক্স আর তাই নিয়েই অবিরাম নেচে চলেন তিনি কারোর নিষেধ ডাকাডাকি না মেনে।
ভাইরাল এই ভিডিওর (Bride Viral Video) পাত্রীর দিকে দেখলে মনে হয় তিনি নিজের বিয়েতে অত্যন্ত খুশি। সেই সঙ্গে বরের চোখও শুধু কনেকেই খুঁজে চলে। এরইমধ্যে এক ব্যক্তি কনেকে দেখে মণ্ডপের দিকে আসতে বললেও কনে তার নাচেই মেতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই ভিডিওটি বেশ পছন্দ করছে। ইনস্টাগ্রাম রিলে Confused.aatma নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও আপলোড করা মাত্রই মানুষ এটিকে খুব পছন্দ করেছে। আরও অনেক ব্যবহারকারী এই ভিডিওতে তাদের মতামত দিয়েছেন।
