সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, এই প্রযুক্তি তৈরি করেছে অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান ইউনিভার্সিটি এবং কানাডার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা-র গবেষক দল। এর ফলে হাড়ের স্ক্যানিং করার সময়ই অন্যান্য গুরুতর রোগ আগেভাগে ধরা সম্ভব হবে, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে যা খুবই উপকারী।
আরও পড়ুন: খালি পেটে সস্তার এই ফল খেলেই কেল্লাফতে! শরীর থেকে দূর হবে বিষ, লিভার হবে ঝকঝকে, তকতকে…
advertisement
কী এই সিস্টেমের বিশেষত্ব? এই নতুন সিস্টেমটি স্পাইন বা মেরুদণ্ডের স্ক্যান ইমেজ (যাকে VFA বলা হয়) বিশ্লেষণ করে Abdominal Aortic Calcification (AAC) এর উপস্থিতি শনাক্ত করতে পারে। AAC হল এমন একটি ক্যালসিফিকেশন যা হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পড়ে যাওয়ার ঝুঁকির সঙ্গে জড়িত। আগে যেখানে এই বিশ্লেষণে ৫–৬ মিনিট সময় লাগত একজন বিশেষজ্ঞের, সেখানে এখন এই অ্যালগরিদম হাজার হাজার স্ক্যান মাত্র এক মিনিটের কম সময়ে পরীক্ষা করে ফলাফল দিতে পারে।
এডিথ কোয়ান ইউনিভার্সিটির গবেষক ক্যাসান্দ্রা স্মিথ জানিয়েছেন, “আমরা দেখেছি যে হাড়ের স্ক্যানে অংশ নেওয়া ৫৮ শতাংশ বয়স্ক নারীর মধ্যে মাঝারি থেকে বেশি মাত্রার AAC রয়েছে, অথচ তারা জানতেনই না যে তাদের হৃদরোগের ঝুঁকি এত বেশি।”
আরও পড়ুন: খালি পেটে সস্তার এই ফল খেলেই কেল্লাফতে! শরীর থেকে দূর হবে বিষ, লিভার হবে ঝকঝকে, তকতকে…
তিনি আরও বলেন, “নারীরা প্রায়ই হৃদরোগের উপসর্গ বুঝতে পারেন না এবং সময়মতো পরীক্ষা করান না। এই নতুন প্রযুক্তি সেই সমস্যার সমাধান দিতে পারে।”
অন্যদিকে গবেষক মার্ক সিম বলেন, “AAC শুধু হার্টের সমস্যা নয়, পড়ে যাওয়া এবং হাড় ভাঙার ঝুঁকিরও বড় কারণ। এই অ্যালগরিদম পুরনো পদ্ধতির চেয়ে অনেক বেশি নির্ভুল রিপোর্ট দিতে সক্ষম।”
তিনি বলেন, “আমরা দেখেছি, AAC যত বেশি, পড়ে যাওয়া এবং ফ্র্যাকচারের ঝুঁকিও তত বেশি। সাধারণত চিকিৎসকেরা এই বিষয়ে তেমন গুরুত্ব দেন না। কিন্তু এই প্রযুক্তি সেই ঘাটতি পূরণ করতে পারে।”
ভারতের ডাঃ অরবিন্দ খুরানা, দিল্লির একটি বেসরকারি হাসপাতালের হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ বলেন, “এই ধরনের প্রযুক্তি ভারতে এলে অসংখ্য বয়স্ক রোগীর উপকার হবে। এক স্ক্যানে যদি হৃদযন্ত্র ও হাড় – দুইয়ের ঝুঁকি ধরা যায়, তাহলে চিকিৎসা অনেক দ্রুত শুরু করা যাবে। হৃদরোগ তো অনেক সময় নীরব ঘাতক। যদি আগেই ধরা পড়ে, সেটা জীবন রক্ষা করতে পারে।”
এখন থেকে শুধুমাত্র হাড়ের স্ক্যান করেই রোগীর হৃদযন্ত্র ও ধমনী সম্পর্কে আগেভাগে জানা সম্ভব হবে। ফলে হাড় দুর্বল হয়ে যাওয়ার আগেই সতর্কতা নেওয়া যাবে এবং হৃদরোগ ও ফ্র্যাকচারের ঝুঁকি কমানো যাবে।
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।