TRENDING:

Welcoming Girl Child: কন্যাসন্তান জন্মানোয় আনন্দের হাট, গাড়ি সাজিয়ে, বাজনা বাজিয়ে বাড়িতে আনা হল সদ্যোজাতকে

Last Updated:

Welcoming Girl Child: সিউড়ি থেকে গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে তাঁদের কন্যাসন্তানকে বাড়িতে নিয়ে আসেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায় বীরভূম:  গাড়ি সাজিয়ে এবং সঙ্গে বাজনা বাজিয়ে সদ্যোজাত কন্যাসন্তানকে বাড়ি নিয়ে এলেন বীরভূমের মহম্মদবাজার ব্লকের ধুতুরা পঞ্চায়েতের জয়পুর গ্রামের বাসিন্দা প্রিয়নাথ মাহারা। তাঁর স্ত্রী সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেদিনেই সিউড়ি থেকে গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে তাঁদের কন্যাসন্তানকে বাড়িতে নিয়ে আসেন তিনি।
advertisement

পরিবার সূত্রে দাবি, কন্যা এবং পুত্রের মধ্যে কোনও ভেদাভেদ নেই।মূলত এই বার্তা দেওয়ার জন্য এমন আয়োজন। যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এখনও পুত্র ও কন্যাসন্তানের মধ্যে ভেদাভেদ লক্ষ করা যায়। আর এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এরকম উদ্যোগ। বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে নিজের সদ্যোজাত মেয়েকে নিয়ে আসেন প্রিয়নাথ।

আরও পড়ুন : এই নীল ফুল ও এই সাদা ফল নিবেদন করুন ব্রহ্মচারী বাবা লোকনাথের পুজোয়, তাঁর আশীর্বাদে ভরে থাকবে আপনার জীবন

advertisement

বীরভূমের জয়পুর বাসস্ট্যান্ড থেকে গাড়ির সঙ্গে বাজনা বাজানোর ব্যবস্থা করা হয়েছিল।শিশুর ঠাকুরদা সদানন্দ মহারা বলেন, “আমাদের নজরে এসেছে এই এলাকায় এখনও কন্যাসন্তান জন্ম নিলে পরিবার খুশি হতে পারছে না। তাই গাড়ি সাজিয়ে এবং বাজনা বাজিয়ে নিজের নাতনিকে বাড়ি নিয়ে এসেছি।”

View More

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ বিষয়ে প্রিয়নাথ জানাচ্ছেন ‘‘আমাদের পরিবারে এই প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাকে আমরা মা লক্ষ্মী হিসেবে বরণ করেছি। কোনওদিন সামনাসামনি মা লক্ষ্মীকে দেখিনি তবে নিজের মেয়েকে দেখেছি মা লক্ষ্মীরূপে।’’ অন্যদিকে মেয়ের মা অর্পিতা জানাচ্ছেন ‘‘অনেক সময় বাড়িতে পুত্রসন্তান জন্মালে যে আনন্দ দেখা যায়, সেই আনন্দ কন্যাসন্তান জন্মালে দেখা যায় না। তবে আমাদের বাড়িতে কিন্তু কন্যাসন্তানের জন্ম হওয়াতে  আনন্দের হাট বসেছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Welcoming Girl Child: কন্যাসন্তান জন্মানোয় আনন্দের হাট, গাড়ি সাজিয়ে, বাজনা বাজিয়ে বাড়িতে আনা হল সদ্যোজাতকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল