মুড ডিজঅর্ডারের নানা দিক, নানা লক্ষণ। যেমন, ডিপ্রেশন বা অবসাদ এক ধরনের মুড ডিজঅর্ডার, ঠিক তেমনই আর এক ধরনের মুড ডিজঅর্ডার হল বাইপোলার ডিজঅর্ডার। এই নামটি অনেকেরই শোনা। কিন্তু রোগটি আসলে কী, সে সম্পর্কে স্পষ্ট ধারণা অনেকেরই নেই। বিশ্বের মোট জনসংখ্যার ১ শতাংশ অর্থাৎ ৮ কোটি মানুষ বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। এঁদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষেরই ভুল রোগ নির্ণয় হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে তাঁরা ডিপ্রেশনের শিকার। এই ভুল এড়াতে রক্ত পরীক্ষা সাহায্য করতে পারে।
advertisement
আরও পড়ুন: চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খান? চরম বিপদ ডেকে আনছেন না তো? জানুন
বাইপোলার ডিসঅর্ডার এক মনের অসুখ। বিভিন্ন কারণে মানুষকে হতাশা গ্রাস করতে পারে। এছাড়া এই রোগের পারিবারিক ইতিহাস থাকলেও আপনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হল, বাইপোলার ডিসঅর্ডার প্রাথমিক স্তরে ধরা পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই ধরে নেওয়া হয় রোগী ডিপ্রেশন বা অবসাদে ভুগছেন। তাই চিকিৎসক ডিপ্রেশনেরই চিকিৎসা করেন। কিন্তু সবসময় সেটা হয় না। অনেক ক্ষেত্রে রোগী বাইপোলার ডিসঅর্ডারের শিকারও হন।
আরও পড়ুন: আলিয়ার স্বামীর সঙ্গে বিছানায় নগ্ন মেয়ে! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন তৃপ্তির বাবা-মা?
এর প্রাথমিক লক্ষণ হল বিষন্ন মন, যে কোন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। ওজন বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া। ঘুম বেড়ে যাওয়া অথবা ইনসোমনিয়ায় আক্রান্ত হওয়া। নিজেকে মূল্যহীন মনে করা অথবা অযথা অপরাধবোধে ভোগা। যে কোনও একটি বিষয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলা। সিদ্ধান্তহীনতায় ভোগা। আত্মহত্যা প্রবণ চিন্তা ভাবনা করা। আপনাকে কেউ এধরনের কথা বললে বুঝবেন তাঁর চিকিৎসার প্রয়োজন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F