TRENDING:

Bhaiphonta 2025: দেখতে প্রদীপের মত, তবে খাওয়া যায়, ভাতৃদ্বিতীয়ার বাজারে হিট এই মিষ্টি!

Last Updated:

Bhaiphonta 2025: দোকানের শো কেসে থরে থরে সাজান রয়েছে প্রদীপ। তবে তাতে তেল নয় মধুভরা। এই প্রদীপ জ্বালানোর জন্য নয়, খাওয়ার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: মিষ্টি দোকানের শোকেসে থরে থরে সাজানো রয়েছে প্রদীপ। তবে তাতে তেল নয় মধুভরা। এই প্রদীপ জ্বালানোর জন্য নয়, খাওয়ার জন্য! দীপাবলির পর ভাতৃদ্বিতীয়া। বাংলা তথা ছাড়া ভারতজুড়ে ভাই বোনের এই পবিত্র বন্ধনের উৎসব ঘরে ঘরে পালিত হয়। মিষ্টি ছাড়া কোন উৎসবের স্বাদ যেন পরিপূর্ণ হয় না। তাই ভাতৃদ্বিতীয়ায় মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরির ধুম লাগে। তবে এবছর ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার বাজারে নানান ধরনের মিষ্টির মধ্যে অন্যতম হিট অবিকল প্রদীপের মত দেখতে মিষ্টি। প্রদীপের সাইজে মিষ্টি।
advertisement

আরও পড়ুনঃ ব্যর্থ শান্তি আলোচনার পর রাশিয়ার তেল জায়ান্টদের উপর মার্কিন নিষেধাজ্ঞা; এবার কি ইউক্রেন যুদ্ধে পরিবর্তন আসবে?

তমলুকের শহর পাশাপাশি শহরতলীর দোকানগুলি থেকে দেদারে বিক্রি হচ্ছে এই মিষ্টি। প্রদীপ মাঙ্গলিক অর্থে ব্যবহৃত হয় বিভিন্ন অনুষ্ঠানে। প্রদীপ ছাড়া অনুষ্ঠান বা উৎসব ভাবতেই পারে না সাধারণ মানুষ। তাই ভাতৃদ্বিতীয়ার বাজারে মিষ্টির দোকানে এসে গেছে প্রদীপ। তবে এই প্রদীপ জ্বালানোর জন্য নয় খাওয়ার জন্য। ক্ষীর ছানা ও মধু সহযোগে তৈরি প্রদীপ আকৃতির এই মিষ্টি ভাতৃদ্বিতীয়ার মাঙ্গলিক অনুষ্ঠানকে আরও অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। রাত পোহালেই ভাইফোঁটা তার আগে এদিন মিষ্টির দোকানে দোকানে প্রদীপ মিষ্টির বিক্রি শুরু হয়েছে। এমনি রসগোল্লা পান্তুয়া বা চমচমের পাশাপাশি বিভিন্ন ফলের আকৃতির মিষ্টি ও প্রদীপ মিষ্টি ভাইফোঁটার বাজারকে জমজমাট করেছে।

advertisement

তমলুকের একটি স্বনাম ধন্য মিষ্টি প্রস্তুতকারক ও বিক্রয় কেন্দ্রের সুকুমার সামন্ত জানান, “প্রতিবছর ভাতৃদ্বিতীয়া বা দীপাবলির সময় অন্যান্য মিষ্টির পাশাপাশি চাহিদা থাকে নানান ধরনের মিষ্টির। দীপাবলি বা ভাতৃদ্বিতীয়ায় সবচেয়ে বেশি খোঁজ পরে প্রদীপের আকারের মিষ্টির। এই মিষ্টি তৈরিতে ক্ষীর ছানা মধু প্রয়োজন। মিষ্টি দেখতে অবিকল প্রদীপের মত হয়। এই মিষ্টি তৈরি করতে সময়ও বেশি লাগে। তাই এই মিষ্টির দাম অন্যান্য মিষ্টির তুলনায় একটু বেশি। মিষ্টির দোকানগুলিতে প্রতি পিস দশ টাকা থেকে ১৫ টাকা দামে বিক্রি হচ্ছে প্রদীপ মিষ্টি। ভাতৃদ্বীয়ার বাজারে এই মিষ্টি বেশিরভাগ মানুষের পছন্দের।”

advertisement

View More

ভাইফোটার বা ভাতৃদ্বীয়ার জন্য মিষ্টি কিনতে আসা এক মহিলা জানান, “রসগোল্লা ক্ষীর মালাই বা অন্যান্য মিষ্টির পাশাপাশি মিষ্টির দোকানে থেকে প্রদীপ মিষ্টি কেনা হয়েছে।” প্রদীপ উৎসব অনুষ্ঠানে মঙ্গল অর্থে ব্যবহৃত হয়। ভাতৃদ্বিতীয়া একটি মাঙ্গলিক ও পবিত্র অনুষ্ঠান।

সেরা ভিডিও

আরও দেখুন
শক্তিগড় না গেলেও এবার স্বাদ পাবেন ল্যাংচার, দাম শুনলে খুশিতে লাফাবেন! কোথায় পাবেন?
আরও দেখুন

সেখানে অন্যান্য মিষ্টির পাশাপাশি প্রদীপ মিষ্টি অন্য অর্থ বহন করে। দাদা বা ভাইয়ের মঙ্গলের জন্য ভাইফোঁটায় প্রদীপ জ্বালানো হয়। প্লেটে নানান ধরনের মিষ্টির প্রদীপ মিষ্টি এই পবিত্র অনুষ্ঠানকে ঐতিহ্যমন্ডিত করে তোলে। ফলে বিভিন্ন মিষ্টি দোকানে প্রদীপ মিষ্টির চাহিদা তুঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhaiphonta 2025: দেখতে প্রদীপের মত, তবে খাওয়া যায়, ভাতৃদ্বিতীয়ার বাজারে হিট এই মিষ্টি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল