TRENDING:

Bhai Phota Sweet: ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি

Last Updated:

ভাইফোঁটা উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে 'মন্থল' মিষ্টি। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত এই মিষ্টির চাহিদা তুঙ্গে! চাইলে আপনিও বাড়িতে তৈরি করতে পারেন এই মিষ্টি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেন বোনেরা। পাতে সাজিয়ে দেন মিষ্টি। তাই ভাইফোঁটার আগের দিন সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাইফোঁটা উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে ‘মন্থল’ মিষ্টি। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত এই মিষ্টির চাহিদা তুঙ্গে! চাইলে আপনিও বাড়িতে তৈরি করতে পারেন এই মিষ্টি।
advertisement

কারিগররা জানান, এই মিষ্টি মূলত ব্যাশন, চিনি দিয়ে তৈরি হয়। প্রথমে গাওয়া ঘিতে ভাজা হয় মিষ্টি। পরে চিনির রসে ডুবিয়ে দেওয়া হয় চিনি দিয়ে। তার পর দেওয়া হয় এলাচ। মিষ্টি জমে গেলে কাটা হয় চৌকো আকারে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

ভোজন রসিক ক্রেতা জানান, মন্থল মূলত কালীপুজোর আগে থেকে ভাইফোঁটা পর্যন্ত মেলে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের স্কুল মোড়ে অবস্থিত এই মিষ্টির দোকানে এই বিশেষ মিষ্টি পাওয়া যায়।মিষ্টান্ন বিক্রেতা রিন্টু দত্ত ও মন্টু জানান, মন্থলের চাহিদা তুঙ্গে থাকে। ব্যাশনকে গাওয়া ঘি দিয়ে ভাজার পর চিনির রসে ডুবিয়ে এলাচ ও জাঁয়ফল দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Phota Sweet: ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল