TRENDING:

Bhai Phota 2021 | Macher Kochuri Recipe: কপালে ফোঁটা আর পাতে গরম গরম মাছের কচুরি! ভাইকে খাইয়ে চমকে দিন...

Last Updated:

সত্যি বলতে কী চপ, কাটলেট আর চিকেন ললিপপে সেই বাঙালিয়ানা কোথায় যা মাছের কচুরিতে আছে! (Bhai Phota 2021 | Macher Kochuri Recipe)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এখন যে অনেকেই মিষ্টি খেতে চান না, সে তো জানাই আছে। তাহলে ভাইফোঁটায় কী করবেন এই ভেবে ভেবে পাগল হওয়ার জোগাড়, তাই তো (Bhai Phota 2021 | Macher Kochuri Recipe)? নতুন প্রজন্মের পছন্দ ছোট ছোট স্ন্যাক্স যা সুস্বাদু এবং মুচমুচে হবে (Bhai Phota 2021 | Macher Kochuri Recipe)। মাংসের পদ তো অনেক হল, এবার একটু মাছের পদে মুখের স্বাদ বদলানো যাক। রইল সুস্বাদু ও মুচমুচে মাছের কচুরির রেসিপি (Bhai Phota 2021 | Macher Kochuri Recipe)। আর সত্যি বলতে কী চপ, কাটলেট আর চিকেন ললিপপে সেই বাঙালিয়ানা কোথায় যা মাছের কচুরিতে আছে!
advertisement

যে যে উপাদান লাগবে

আড় মাছ

সর্ষের তেল

সূর্যমুখীর তেল

কিশমিশ

পেঁয়াজ

আদা

কাঁচা লঙ্কা

ধনেপাতা

লাল লঙ্কার দানা

মৌরি

ময়দা

ঘি

নুন

লঙ্কাগুঁড়ো

হলুদ

পাঁচ ফোড়ন

প্রণালী

নুন ও হলুদ দিয়ে এক কেজি মাছ স্টিম বা সেদ্ধ করতে হবে। ফয়েলে মুড়িয়েও সেদ্ধ করা যায়। ১৫ মিনিট সেদ্ধ করতে হবে। তার পর মাছটি ডিবোন করতে হবে অর্থাৎ কাঁটা বের করে নিতে হবে।

advertisement

এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে 'পাঁচ ফোড়ন' এবং দু'টি কাটা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। স্বাদ বাড়াতে মৌরি এবং কিছু শুকনো লাল লঙ্কার দানা যোগ করতে হবে। এবার এক চা চামচ আদার পেস্ট, দু'টি কাঁচা লঙ্কা এবং এক চা চামচ জিরা ও ধনে গুঁড়ো দিতে হবে। কম থেকে মাঝারি আঁচে তিন মিনিট নাড়তে হবে।

advertisement

এর পর মাছ দিয়ে ভেজে একটা পুর তৈরি করতে হবে। এছাড়াও কিছু ধনেপাতা কুচি এবং কিশমিশ দিতে হবে। ধনেপাতা হালকা ভাজা হলে ভালো হয়, এতে সুন্দর সুবাস আসবে।

পাঁচ মিনিটের মধ্যে, পুর শুকনো এবং সুগন্ধযুক্ত হবে। পুর ঠাণ্ডা হতে দিতে হবে।

আরও পড়ুন: হজমের সমস্যা এড়াতে উৎসবের মরসুমে একটানা গুরুপাক আহারের পর কেমন হবে আপনার ডায়েট?

advertisement

আরও পড়ুন: রাজা-বাদশার চেয়ে ভাই কম কীসে! ভাইফোঁটায় নিজের হাতে রাঁধুন চিকেন আকবরি...

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এখন ময়দার লেচি বানানোর পালা। প্রায় দু'শো গ্রাম ময়দায় এক চিমটি সোডা বাইকার্ব, নুন এবং দুই টেবিল চামচ ঘি ও একটু জল লাগবে। রুটি করার সময় যেমন ভাবে আটা মাখা হয় সেভাবেই করতে হবে। ময়দার তাল মসলিন কাপড়ে মুড়ে দেড় ঘণ্টা রেখে দিতে হবে। এবার ময়দার তাল থেকে ছোট ছোট লেচি ছিঁড়ে তার মধ্যে মাছের পুর দিয়ে চারপাশ বন্ধ করে সাদা তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/
Bhai Phota 2021 | Macher Kochuri Recipe: কপালে ফোঁটা আর পাতে গরম গরম মাছের কচুরি! ভাইকে খাইয়ে চমকে দিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল