আসুন জানা যাক গোড়ালি ফাটা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ উপায়-
মধু- মধু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে মধু অত্যন্ত উপকারী। মধু ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে।এটি ব্যবহারের জন্য প্রথমে একটি ছোট পাত্রে গরম জল নিয়ে তাতে পরিমান মত মধু মিশিয়ে সেই জলে পা ডুবিয়ে রাখতে হবে। ২০ থেকে ২৫ মিনিট পর পা মুছে নিতে হবে। এই পদ্ধতি মানলে সপ্তাহ খানেক পরেই দেখতে পাবেন ম্যাজিক। মধু ত্বককে হাইড্রেট করে ও ত্বকের শুষ্কভাব দূর করে।
advertisement
আরও পড়ুন: সাবধান! মাইগ্রেন কাবু করে দিচ্ছে? মাথা যন্ত্রণা থেকে বাঁচতে আজ থেকেই এড়িয়ে চলুন এই খাবার
কলা- ২টি পাকা কলা নিয়ে পেস্ট করতে হবে। এই কলার পেস্ট ভাল করে পায়ের ফাটা অংশে মেখে রাখতে হবে। ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে নিলেই পরিবর্তন দেখতে পারবেন। সপ্তাহে ২ দিন এই মাস্ক পায়ে ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: হাড় ভাল রাখতে পারে এই তেল, নিয়মিত ব্যবহার করলে মিলবে আশ্চর্য উপকারিতা, জানুন
নারকেল তেল- দিনে ২ থেকে ৩ বার পায়ে নারকেল তেল লাগাতে হবে। নারকেলে তেলে থাকা উপাদান ত্বককে হাইড্রেট রাখে ও ত্বকের শুষ্কতা দূর করে। তাই শীতে নিয়মিত পায়ে নারকেল তেল ম্যাসাজ করলে পা ফাটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
অ্যালোভেরা জেল- একটি পাত্রে ২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন গোড়ালিতে লাগাতে হবে। অ্যলোভেরা জেল ত্বককে ময়েশ্চারাইজ ও নরম করে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)