TRENDING:

Bengali Delicious Recipe: খাওয়ার পরে আঙুল চাটতেই থাকবে! রান্নাঘরে উঠবে ঝড়, সহজে এঁচোড়ের কোফতা! সুস্বাদু পদে জমবে ‌যাবে লাঞ্চ, ডিনার

Last Updated:

Bengali Delicious Recipe: এই রেসিপি একঘেয়েমি মনে হয়। এঁচোড়ের আকর্ষণীয় রেসিপির মধ্যে অন্যতম এঁচোড়ের কোফতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এঁচোড়ের কোফতা! সুস্বাদু কোফতার সহজ রেসিপি। কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের বেশ কিছু আকর্ষণীয় রেসিপি। দারুন পছন্দের প্রায় সকলের। রান্নায় অতুলনীয় স্বাদের কারণে একে গাছ পাঁঠা বলে থাকে অনেকে। রসিয়ে এঁচোড় রান্না মাংসের স্বাদ মেলে। তবে এই রেসিপি একঘেয়েমি মনে হয়। এঁচোড়ের আকর্ষণীয় রেসিপির মধ্যে অন্যতম এঁচোড়ের কোফতা। দুপুর বা রাতের খাবারে আকর্ষণ বারিয়ে দেয় এই পদ।
advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এঁচোড়ের কোফতার আকর্ষণীয় স্বাদ হলেও তৈরিতে একটু ঝামেলার মনে হয়। যে কারণে এঁচোড়ে কোফতা তৈরিতে আগ্রহ দেখায় কম সংখ্যক মানুষ। এই নিয়মে সুস্বাদু এঁচোড়ের কোফতা আরও সহজে। লাঞ্চ অথবা ডিনারে সকলের পছন্দের এঁচোড়ের কোফতা বানিয়ে নিন সহজ উপায়ে।

advertisement

এঁচোড়ের কোফতা তৈরিতে খুব সাধারন কয়েকটা উপকরণ। এর জন্য প্রয়োজন একটু এঁচোড় । অল্প আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা আদা রসুন তেল। প্রথমে এঁচড় ছাড়িয়ে একটু বড় টুকরো রেখে লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সেই সঙ্গে অল্প আলু সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে জল ঝরিয়ে আলু এঁচোড় অল্প হলুদ সামান্য পিঁয়াজ বাটা কয়েক চামচ কর্নফ্লাওয়ার এবং জিরে ধনে গুঁড়ো মসলা ও লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ছোট ছোট গোল আকার দিয়ে তেলে লাল লাল করে ভেজে তুলে রাখুন। অন্যদিকে পেঁয়াজ কাঁচালঙ্কা আদা রসুন এবং টমেটো ভাল করে গ্র্যান্ড করে নিতে হবে।

advertisement

View More

আরও পড়ুন: Shani Gochar In Meen Sade Sati Effects: কিছুক্ষণের মধ্যেই বছরের সব থেকে বড় রাশি পরিবর্তন! সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে ব্যান্ড বাজিয়ে দেবেন শনি

আরও পড়ুন: West Bengal Weather Update: গরমের দাপট বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ জুড়ে, তাপপ্রবাহে পুড়ছে চামড়া, জেলায় জেলায় ঝরছে আগুন!

এবার পাত্রে সামান্য তেল দিয়ে মৌরি তেজপাতা এলাচ দারুচিনি গোটা মশলা দিয়ে ফোড়ন দিন। এবার গ্র্যান্ড করে রাখা বাটা উপকরণ ঢেলে দিন। কিছুক্ষণ নেড়ে তেল ছেড়ে এলে সামান্য চিনি দিন। কয়েক মিনিট পর ভেজে রাখা এঁচোড়ের বল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এভাবে একটু নেড়েচেড়ে মিশ্রণটি একটু গাঢ় হয়ে এলে। উপর থেকে গরম মশলা ঢেলে নামিয়ে নিন। উপর থেকে কয়েক চামচ ঘি ছড়িয়ে দিলে আর আকর্ষণীয়। এভাবেই সহজে তৈরি করতে পারেন এঁচোড়ের কোফতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Delicious Recipe: খাওয়ার পরে আঙুল চাটতেই থাকবে! রান্নাঘরে উঠবে ঝড়, সহজে এঁচোড়ের কোফতা! সুস্বাদু পদে জমবে ‌যাবে লাঞ্চ, ডিনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল