TRENDING:

Marrying Later in Life: মন যদি চায়ই চায়? বেশি বয়সে বিয়ের পিঁড়িতে বসাই যায়, সুবিধা অঢেল, কিছু সমস্যাও কিন্তু হতে পারে, তৈরি থাকতে হবে তার জন্যও

Last Updated:

Pros and Cons of Marrying Later in Life: বিখ্যাত ব্যক্তিত্বদের কথা ছেড়ে দিলেও দেখা যাচ্ছে যে সমাজে আজকাল বেশি বয়সে বিয়ে করার প্রবণতা বাড়ছে, সে প্রথমই হোক বা তার পরে আবার! সত্যি বলতে কী, বেশি বয়সে বিয়ে করার কিন্তু বেশ কিছু সুবিধে আছে। এটা নিয়ে কেউ বড় একটা ভেবে না দেখেই ব্যঙ্গ করেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেশি বয়সে বিয়ে আবার একটা ব্যাপার না কি! সারা পৃথিবী জুড়েই তো সেই কত কত শতাব্দী ধরে বয়স্ক পুরুষের তরুণী ভার্যা দেখে আসছে সমাজ। তা নিয়ে কতই না রসময় প্রবাদ, কত না গল্প-নাটকের ছড়াছড়ি! কিন্তু, বিষয়টি একান্তই ব্যক্তিগত, এটা ভুলে গেলে চলবে না।
বেশি বয়সে বিয়ের সুবিধা-অসুবিধা
বেশি বয়সে বিয়ের সুবিধা-অসুবিধা
advertisement

একেবারে সম্প্রতি, সঠিক ভাবে বললে শুক্রবার এক ঘরোয়া আসরে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বয়স এখন তাঁর ৬০। দেশের ডাকসাইটে ক্রিকেটার অরুণ লালও ৬৬ বছর বয়সে বিয়ে করেছিলেন বুলবুল সাহাকে। হলিউডের বিখ্যাত নায়ক, নায়িকা মাইকেল ডগলাস আর ক্যাথরিন জিটা জোনসেরও বেশি বয়সে বিয়ে।

আরও পড়ুন– এই গাছের একটি পাতা রান্নায় পড়লে স্বাদ তো বাড়েই, গন্ধে ম ম করবে গোটা পাড়া ! উদ্যান পালনে নয়া দিশা দেখাচ্ছেন পড়শি রাজ্যের কৃষক

advertisement

বিখ্যাত ব্যক্তিত্বদের কথা ছেড়ে দিলেও দেখা যাচ্ছে যে সমাজে আজকাল বেশি বয়সে বিয়ে করার প্রবণতা বাড়ছে, সে প্রথমই হোক বা তার পরে আবার! সত্যি বলতে কী, বেশি বয়সে বিয়ে করার কিন্তু বেশ কিছু সুবিধে আছে। এটা নিয়ে কেউ বড় একটা ভেবে না দেখেই ব্যঙ্গ করেন!

যৌথ উপার্জন: এটা যে সবচেয়ে বড় সুবিধে, তা আর বলে দিতে হয় না। দুজন প্রাপ্তবয়স্ক বিয়ে করলে দুজনেই উপার্জনে সক্ষম, এমনটা ধরে নিয়ে এগোনোই ভাল! ফলে, আর যা-ই হোক, কারও একার ঘাড়ে সংসার টানার জোয়াল এসে পড়ে না!

advertisement

সমস্যা কম: দাম্পত্য কলহ বিয়েরই একটা অংশ, ওটা বাদ দিয়ে বিয়ে হয় না, ঠিক যেমন আলু ছাড়া কলকাতার বিরিয়ানিও হয় না। পরিণত বয়স এবং মন থাকলে সেই সমস্যা খুব চট করেই মিটিয়ে ফেলা যায়, পরে তা নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে ঘনিষ্ঠতাও বাড়ে!

আরও পড়ুন– ওয়াটার পিউরিফায়ারের (RO) জল আপনাকে ফেলতে পারে ক্লান্তি এবং জয়েন্টের ব্যথায় ! খাওয়ার আগে জলের শুদ্ধতা পরখ করুন এই ভাবে

advertisement

দীর্ঘ আয়ু: সমীক্ষা বলছে, একা থাকলে না কি নির্দিষ্ট আয়ু থেকে ১০ বছর কমে যায়- সে হতাশাতেই হোক বা একা সব কাজ সামলানোর দরুণ! কিন্তু গাঁটছড়া বাঁধলেই মুশকিল আসান, আয়ু না কি বাড়ে!

অবশ্য, এই পৃথিবীতে একচেটিয়া সুখ বলে যে কিছু হয় না, সে তো জানা কথাই, সান আর সানস্ক্রিন দুই সঙ্গে নিয়ে চলতে হয়। ফলে, বেশি বয়সে বিয়ে থেকে কিছু ফ্যাসাদও বাধতে পারে বইকি, সেগুলোও মেপে নিলে মন্দ হয় না!

advertisement

আর্থিক সমঝোতার অভাব: একা থাকতে থাকতে মানুষের একটা নিজের আর্থিক অভ্যাস তৈরি হয়ে যায়। ফলে, একজনের মত অন্যের মেনে নিতে সমস্যা হতেই পারে।

আরও পড়ুন- গরমের মরশুমেও ঠিকরে বেরোয় মাধুরিমা চক্রবর্তীর গ্ল্যামারের ছটা, অবশেষে নিজের স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী

চিকিৎসার খরচ: বয়স যত বেশি হবে, চিকিৎসার খরচ তত বাড়বে, এটা সাধারণ হিসেবের মধ্যে পড়ে। এবার বেশি বয়সে বিয়ে মানে পরিবারে একজনের বদলে দু’জনের উচ্চ চিকিৎসার খরচ, উপার্জনের অনেকটাই সে দিকে চলে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সন্তানের সুখ: সন্তান সুখ জীবনে আসবে কি আসবে না, বেশি বয়সের বিয়ে নিয়ে এই প্রশ্ন ওঠে বইকি! সন্তান এলেও সেই সুখ কত দিন স্থায়ী হবে, তাও ভেবে দেখার বিষয়। বেশিরভাগ বেশি বয়সের বিয়েতে মা-বাবাকে সন্তান আর পৃথিবী দুই ছেড়ে চলে যেতে হয় সাধ মেটার আগেই, অতএব, সন্তানের ভবিষ্যতের বিষয়টাও ভাবতে হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Marrying Later in Life: মন যদি চায়ই চায়? বেশি বয়সে বিয়ের পিঁড়িতে বসাই যায়, সুবিধা অঢেল, কিছু সমস্যাও কিন্তু হতে পারে, তৈরি থাকতে হবে তার জন্যও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল