TRENDING:

Beauty Tips: নামমাত্র খরচ, টানটান উজ্জ্বল ত্বক পেতেও পুদিনার জুড়ি নেই, দেখে নিন কীভাবে

Last Updated:

শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, ব্রন, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার মতো সমস্যা সমাধানেও পুদিনা বা মিন্ট খুবই কাজের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রান্নাবান্নায় স্বাদ বাড়াতে বা গার্নিশিংয়ের কাজে পুদিনা বা মিন্ট বহুল ব্যবহৃত। কিন্তু রূপচর্চার জগতে পুদিনার ব্যবহার নিয়ে বিশেষ আলোচনা শোনা যায় না। অথচ বেশিরভাগ ভেষজ ফেসওয়াশ, শ্যাম্পু আর কন্ডিশনারে পুদিনা যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। ব্রন, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার মতো সমস্যা সমাধানেও পুদিনা বা মিন্ট খুবই কাজের। এখানে রইল পুদিনা পাতায় ত্বক চর্চার কিছু অজানা উপকারিতা।
 Beauty Tips: unknown benefits of mint in skincare
Beauty Tips: unknown benefits of mint in skincare
advertisement

ব্রন কমায়: পুদিনা পাতা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ সমৃদ্ধ, যা ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের ব্রন ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদাহ রোধ করে এবং ব্রনও নিরাময় করে। পুদিনা পাতার পেস্ট ব্রনর উপর লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। এতে ব্রনর দাগ দূর হবে এবং ত্বকের ছিদ্রও পরিষ্কার করবে।

advertisement

ক্ষত নিরাময় করে: পুদিনা পাতায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের কাটা, ক্ষত, মশার কামড় এবং চুলকানি নিরাময়ে সহায়তা করে। এর জন্য, পুদিনা পাতার রস বের করে ত্বকের আক্রান্ত স্থানে লাগাতে হবে। এতে ক্ষত নিরাময় হবে এবং ত্বকের জ্বালাপোড়াও প্রশমিত করবে।

আরও পড়ুন - Cyclone Karim: অশনির ঝাপটা মিটতে না মিটতেই ফের তৈরি সাইক্লোন করিম, কোথায় হানবে আঘাত

advertisement

ত্বককে কোমল এবং হাইড্রেটেড রাখে: পুদিনা পাতা মাইল্ড অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে। এটি ছিদ্র থেকে ময়লা অপসারণ করে এবং ত্বককে কোমল ও হাইড্রেট রাখে। পুদিনা পাতা ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতেও কার্যকরি। মুখে পুদিনা পাতার প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফল মিলবে হাতে-নাতে।

advertisement

ডার্ক সার্কেল কমায়: পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ কমাতে পারে। চোখের তলার ডার্ক সার্কেলে পুদিনা পাতার পেস্ট লাগিয়ে সারারাত রেখে দিতে হবে। পরদিন সকালে ধুয়ে ফেলতে হবে ঠাণ্ডা জলে। এতে ডার্ক সার্কেল ধীরে ধীরে হালকা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ত্বক উজ্জ্বল করে: পুদিনা পাতায় অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য বর্তমান, যা দূষণের সংস্পর্শে থাকা সত্ত্বেও ত্বকে দাগ ও ব়্যাশ হতে বাধা দেয়। সূর্যের আলোতে ত্বকের ক্ষতিও হ্রাস করে পুদিনা। এ জন্য ত্বকে পুদিনা পাতার নির্যাস লাগাতে হবে। মাসে একবার লাগাতে পারলে ভালো ফল মিলবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: নামমাত্র খরচ, টানটান উজ্জ্বল ত্বক পেতেও পুদিনার জুড়ি নেই, দেখে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল