Cyclone Karim: অশনির ঝাপটা মিটতে না মিটতেই ফের তৈরি সাইক্লোন করিম, কোথায় হানবে আঘাত

Last Updated:
সাইক্লোন করিম এই সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা৷
1/7
#নয়াদিল্লি: সাইক্লোন অশনি (Cyclone Asani) ইতিমধ্যেই উপকূল এলাকায় নিজের দাপট দেখানো শুরু করেছে৷ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা. পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য অ্যালার্টে রয়েছে৷ অশনি অবশ্য খুব বেশি ক্ষয়ক্ষতি করবে না জানতে পারবে এরমধ্যেই ভারতের ওপর আরও এক সাইক্লোনের কালো ছায়া৷ ভারত মহা সাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম৷ যা ভারতের স্থলভূমিতে আঘাত করবে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ Photo- Representative
#নয়াদিল্লি: সাইক্লোন অশনি (Cyclone Asani) ইতিমধ্যেই উপকূল এলাকায় নিজের দাপট দেখানো শুরু করেছে৷ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা. পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য অ্যালার্টে রয়েছে৷ অশনি অবশ্য খুব বেশি ক্ষয়ক্ষতি করবে না জানতে পারবে এরমধ্যেই ভারতের ওপর আরও এক সাইক্লোনের কালো ছায়া৷ ভারত মহা সাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম৷ যা ভারতের স্থলভূমিতে আঘাত করবে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ Photo- Representative
advertisement
2/7
সাইক্লোন অশনি গত সপ্তাহ থেকে আন্দামান সাগরের কাছে ধীরেধীরে এগোতে শুরু করে৷ শক্তিশালী সাইক্লোনে পরিণত হয় গত রবিবার৷ তবে কোনও ল্যান্ডফল না থাকায় অশনির থেকে বড় কোনও ক্ষতি হবে না৷ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং প্রবল হাওয়া বইবার সতর্কতা থাকছেই৷ পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এই ঝড়ের সবচেয়ে দাপট সহ্য করবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
সাইক্লোন অশনি গত সপ্তাহ থেকে আন্দামান সাগরের কাছে ধীরেধীরে এগোতে শুরু করে৷ শক্তিশালী সাইক্লোনে পরিণত হয় গত রবিবার৷ তবে কোনও ল্যান্ডফল না থাকায় অশনির থেকে বড় কোনও ক্ষতি হবে না৷ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং প্রবল হাওয়া বইবার সতর্কতা থাকছেই৷ পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এই ঝড়ের সবচেয়ে দাপট সহ্য করবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
3/7
এদিকে ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে সাইক্লোন অশনির প্রভাব পড়তে শুরু করে দিয়েছে৷ এরমধ্যেই ভারত মহাসাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম৷ সোজা কথায় ভারতের উপকূলভাগের জন্য জোড়া থ্রেট তৈরি হয়েছে৷ যাতে উপকূলের বেশ কয়েকটি রাজ্যকে অ্যালার্টে রাখা হয়েছে৷ Photo- Representative
এদিকে ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে সাইক্লোন অশনির প্রভাব পড়তে শুরু করে দিয়েছে৷ এরমধ্যেই ভারত মহাসাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম৷ সোজা কথায় ভারতের উপকূলভাগের জন্য জোড়া থ্রেট তৈরি হয়েছে৷ যাতে উপকূলের বেশ কয়েকটি রাজ্যকে অ্যালার্টে রাখা হয়েছে৷ Photo- Representative
advertisement
4/7
সাইক্লোন করিম এই সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ অন্যদিকে ল্যান্ডফলে এর গতি হবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ সোজা কথায় এই সাইক্লোন থেকে ক্ষয়ক্ষতির সম্ভবনা প্রবল৷ কারণ অত্যন্ত জোরালো গতিতে ল্যান্ডফল হবে এই সাইক্লোনের৷ Photo- Representative
সাইক্লোন করিম এই সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ অন্যদিকে ল্যান্ডফলে এর গতি হবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ সোজা কথায় এই সাইক্লোন থেকে ক্ষয়ক্ষতির সম্ভবনা প্রবল৷ কারণ অত্যন্ত জোরালো গতিতে ল্যান্ডফল হবে এই সাইক্লোনের৷ Photo- Representative
advertisement
5/7
তবে এখনও আবহাওয়া সংস্থাগুলি সাইক্লোন করিম কতটা ভয়াবহ হতে চলেছে তার সঠিক পূর্বানুমান করতে পারেনি৷ সাইক্লোন করিম এখনও তৈরি হচ্ছে৷ ক্ষয়ক্ষতি হলেও তা খুব মারাত্মক হতে চলেছে তা মনে হয় না৷ Photo- Representative
তবে এখনও আবহাওয়া সংস্থাগুলি সাইক্লোন করিম কতটা ভয়াবহ হতে চলেছে তার সঠিক পূর্বানুমান করতে পারেনি৷ সাইক্লোন করিম এখনও তৈরি হচ্ছে৷ ক্ষয়ক্ষতি হলেও তা খুব মারাত্মক হতে চলেছে তা মনে হয় না৷ Photo- Representative
advertisement
6/7
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ এই সময়ে সমুদ্রে জলস্তর বৃদ্ধি হবে৷ আধিকারিকরা ১৩ মে থেকে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চলেছেন৷ Photo- Representative
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ এই সময়ে সমুদ্রে জলস্তর বৃদ্ধি হবে৷ আধিকারিকরা ১৩ মে থেকে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চলেছেন৷ Photo- Representative
advertisement
7/7
এদিকে অশনি সাইক্লোনের জেরে তিনটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ঝাড়খণ্ড থেকে ১১ থেকে ১৩ মে বৃষ্টি হবে৷ এদিকে পূর্ব উপকূল ও উপকূলীয় জেলাতে বৃষ্টি হলেও দেশের উত্তর ও উত্তর পশ্চিমভাগে হিটওয়েভ জারি থাকবে৷ Photo- Representative
এদিকে অশনি সাইক্লোনের জেরে তিনটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ঝাড়খণ্ড থেকে ১১ থেকে ১৩ মে বৃষ্টি হবে৷ এদিকে পূর্ব উপকূল ও উপকূলীয় জেলাতে বৃষ্টি হলেও দেশের উত্তর ও উত্তর পশ্চিমভাগে হিটওয়েভ জারি থাকবে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement