Cyclone Karim: অশনির ঝাপটা মিটতে না মিটতেই ফের তৈরি সাইক্লোন করিম, কোথায় হানবে আঘাত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সাইক্লোন করিম এই সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা৷
#নয়াদিল্লি: সাইক্লোন অশনি (Cyclone Asani) ইতিমধ্যেই উপকূল এলাকায় নিজের দাপট দেখানো শুরু করেছে৷ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা. পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য অ্যালার্টে রয়েছে৷ অশনি অবশ্য খুব বেশি ক্ষয়ক্ষতি করবে না জানতে পারবে এরমধ্যেই ভারতের ওপর আরও এক সাইক্লোনের কালো ছায়া৷ ভারত মহা সাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম৷ যা ভারতের স্থলভূমিতে আঘাত করবে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ Photo- Representative
advertisement
সাইক্লোন অশনি গত সপ্তাহ থেকে আন্দামান সাগরের কাছে ধীরেধীরে এগোতে শুরু করে৷ শক্তিশালী সাইক্লোনে পরিণত হয় গত রবিবার৷ তবে কোনও ল্যান্ডফল না থাকায় অশনির থেকে বড় কোনও ক্ষতি হবে না৷ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং প্রবল হাওয়া বইবার সতর্কতা থাকছেই৷ পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এই ঝড়ের সবচেয়ে দাপট সহ্য করবে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
advertisement
সাইক্লোন করিম এই সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ অন্যদিকে ল্যান্ডফলে এর গতি হবে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ সোজা কথায় এই সাইক্লোন থেকে ক্ষয়ক্ষতির সম্ভবনা প্রবল৷ কারণ অত্যন্ত জোরালো গতিতে ল্যান্ডফল হবে এই সাইক্লোনের৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement