আসুন এবারে জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতি আইব্রো ঘন করার উপায় কী। আমাদের দেশের প্রাচীন রূপচর্চার প্রসঙ্গে এলে অয়েল মাসাজের কথা বারে বারেই আসে, এক্ষেত্রেও নিয়মিত অয়েল মাসাজ কিন্তু আইব্রো ঘন করতে অনেকটাই কার্যকরী।
অনেকেই বলেন এক্ষেত্রে নারকেল তেল ভালো কাজে দেয়, কেউ আবার অলিভ অয়েলের কথা বলেন। আমরা ঘরোয়া পদ্ধতিতে আইব্রো ঘন করার জন্য মাসাজ অয়েল বানাতেই পারি। কী কী তেল লাগছে এই মাসাজ অয়েল বানাতে?
advertisement
অলিভ অয়েল- ২ টেবিল চামচ
ক্যাস্টর অয়েল- ২ টেবিল চামচ
নারকেল তেল- ২ টেবিল চামচ
আমন্ড তেল- ২ টেবিল চামচ
কী ভাবে বানাতে হবে?
প্রথমে একটা মিক্সিং বোলে সব ধরনের তেল সমপরিমাণে নিয়ে মেশাতে হবে। তেলের মিশ্রণ বানানো হয়ে গেলে মিশ্রণটিকে একটি কাচের জারে সংরক্ষণ করে রাখতে হবে।
প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেল দিয়ে আইব্রো মাসাজ করে নিতে হবে। বেশ খানিকক্ষণ হালকা হাতে মাসাজ করে সারা রাতের জন্য ছেড়ে দিতে হবে। বেশ কয়েক সপ্তাহ টানা এই রুটিন ফলো করতে পারলে অচিরেই ফলাফল ধরা পড়বে।
রোজ এই তেলের মিশ্রণ বানাতে সমস্যা হলে আমরা একবারেও বানিয়ে নিতে পারি। সে ক্ষেত্রে সব ধরনের তেলের পরিমাণ সমপরিমাণে বাড়িয়ে নিয়ে মিশ্রণটি বানাতে হবে। তার পর মিশ্রণটিকে একটি কাচের জারে সংরক্ষণ করে রাখতে হবে।
কত দিন প্রিজার্ভ করে রাখা যাবে?
আমরা সহজেই এই মিশ্রণটিকে ১ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারব। ফ্রিজার বা অন্য টেম্পারেচারের প্রয়োজন নেই। সাধারণ রুম টেম্পারেচারেই ১ মাস প্রিজার্ভ করে রাখা যাবে।
আরও পড়ুন - শীতে ত্বক হয় বেশি রুক্ষ! প্রতি রাতে মেনে চলুন এই ৫টি স্কিন কেয়ার টিপস
ব্যস, ঘরোয়া পদ্ধতি আইব্রো মাসাজ অয়েল তৈরি। এবারে সুন্দর ও ঘন আইব্রোর অধিকারী হতে আর কোনও বাধা নেই!