শীতের মরশুমে চুলের নানা কম সমস্যা দেখা যায় (Hair Care tips)। যেমন চুল মাত্রাতিরিক্ত রুক্ষ হয়ে যায়। পাশাপাশি স্ক্যাল্পে খুশকির (Dandruff) সমস্যাতেও ভোগেন অনেকেই। খুশকি যেমন চুলের গোড়ার ক্ষতি করে, তেমনই আবার সারা পোশাকে খুশকি ছড়িয়ে গেলেও দেখতে খারাপ লাগে। খুশকি দূর করতে নিম পাতা কার্যকরী। কিন্তু কী ভাবে ব্যবহার করবেন নিম পাতা দেখুন