TRENDING:

Beauty Tips: পঞ্চাশেও পঁচিশের জেল্লা, জেনে নিন টাবুর উজ্জ্বল ত্বকের গোপন রহস্য

Last Updated:

জেনে নেওয়া যাক কী ভাবে টাবুর মতো বয়সকে হার মানানো সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নব্বইয়ের দশকে কেরিয়ারের সোনালি দিনগুলোতে যেমন ছিলেন আজও একই রকম সুন্দরী রয়েছেন অভিনেত্রী টাবু (Tabu)। বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী তো বটেই, টাবু যেন এভারগ্রিন সুন্দরীও। আর এই সৌন্দর্য্যের রহস্যের পিছনে অবশ্যই তাঁর নিজের প্রতি যত্ন তো রয়েছেই৷ নিজস্ব সৌন্দর্য থাকলেও নিয়মিত নিজের ত্বকের যত্ন নেন চাঁদনি বারের (Chandi Bar) নায়িকা। তাহলে জেনে নেওয়া যাক কী ভাবে টাবুর মতো বয়সকে হার মানানো সৌন্দর্যের  (Beauty Tips) অধিকারী হয়ে ওঠা যায়।
Beauty Tips: tabu's beauty secret - Photo Courtesy- Facebook
Beauty Tips: tabu's beauty secret - Photo Courtesy- Facebook
advertisement

স্ক্রাব

টাবুর ত্বক সংবেদনশীল তাই তিনি তাঁর নিজের স্ক্রাব নিজেই তৈরি করেন। সেজন্য তিনি সি-সল্ট এবং পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি মিশ্রণ দিয়ে স্নানের আগে ত্বক এক্সফোলিয়েট করেন। উপকরণ এমন কিছু দামি নয়, ব্যবহার করতে পারি আমরা সকলেই।

আরও পড়ুন - Earn Money: Brinjal-র কামাল জানেন, স্বল্প বিনিয়োগেই হবে কামাল, বাড়িতে বসেই Lakh-Lakh আয়

advertisement

ঘুমানোর মধ্যেই সৌন্দর্য

ভালো ত্বকের (Skin Care) সঙ্গে যে ঘুমের সম্পর্ক রয়েছে তা সকলেরই জানা। তাই সৌন্দর্য বজায় রাখার জন্য পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন বলিউড ডিভা টাবু। এই নিয়ম মেনে চললে সবার ত্বকেই স্নিগ্ধ প্রশান্তির জেল্লা আসবে।

হাইড্রেটেড থাকা

টাবু নিজের ত্বকের যত্নের জন্য মায়ের পরামর্শই মেনে চলেন। তাই মায়ের কথা মতো তিনি সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খান, নিয়মিত এক্সারসাইজ করেন এবং সব সময় জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন।

advertisement

আরও পড়ুন - Earn Money: ৬ টাকার শেয়ার হল ১৮৮ টাকা, এক বছরে ৩০০০% রিটার্ন এই মাল্টিব্যাগার স্টকের

ব্যাগে প্রসাধনী

টাবু তাঁর ব্যাগ ছাড়া কখনও বাড়ি থেকে বেরোন না। শুটিং হোক অন্য কোনও জায়গা, টাবুর ব্যাগে সব সময় লিপ গ্লস, কাজল, পারফিউম, একটা উজ্জ্বল লিপস্টিক এবং পেট্রোলিয়াম জেলি থাকে। যা বোঝা যাচ্ছে, পেট্রোলিয়াম জেলি টাবুর ত্বকের আলোর প্রধান উপাদান।

advertisement

৪০ বছরের বেশি লাগে না

বয়সের ঘড়ি ৫০ পেরিয়ে গেলেও টাবুকে দেখে একটুও বোঝার উপায় নেই। টাবুকে তাঁর আসল বয়সের অন্তত দশ বছরের ছোট দেখতে লাগে। নায়িকার বিউটি রেজিওমে মেনে চললে লাভ বই ক্ষতি নেই।

অফুরান লাস্যময়ী

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

জীবনের মাঝবয়সেও লাস্যময়ী তরুণীর মতো রয়ে গিয়েছেন টাবু। নব্বইয়ের দশকের তো বটেই, আজও নিজের ভুবনমোহিনী সৌন্দর্যে বহু মানুষের হৃদয় জুড়ে রয়েছেন বলিউড অভিনেত্রী টাবু।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: পঞ্চাশেও পঁচিশের জেল্লা, জেনে নিন টাবুর উজ্জ্বল ত্বকের গোপন রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল