TRENDING:

খুব চুল ঝরছে ? শ্যাম্পু-কন্ডিশনার থেকে এটা কাজ দেবে বেশি

Last Updated:

আপনারা কী জানতেন এই পেয়ারা পাতা চুল পড়া বন্ধ করতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছোটবেলা থেকে তো শুনে এসেছেন মুখের রুচি ফেরাতে পেয়ারা দারুণ কাজ করে ৷ আবার এটাও শুনেছেন দাঁতের মাড়ি শক্ত করতে, দাঁত থেকে কালো ছোপ দূর করতে পেয়ারা পাতা বা পেয়ারার ডালের বিকল্প নেই ৷ মা-ঠাকুমার কাছে এমনটাও শোনা পেয়ারার ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে, দাঁতের ক্ষয়-ক্ষতি দূর হয় ৷ এমনকী, মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ারা পাতা চিবিয়ে নিলে, খুব সহজেই স্বস্তি পাওয়া যায় ৷ এগুলো শুনেছেন, কাজেও লাগিয়েছেন ৷ কিন্তু আপনারা কী জানতেন এই পেয়ারা পাতা চুল পড়া বন্ধ করতে পারে ৷ এমনকী, নতুন চুল গজাতে সাহায্য করবে পেয়ারা পাতা !
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের বিউটিশিয়ানদের গবেষণার মধ্যে এরকমই তথ্য এসেছে ৷ শুধু বিউটিশিয়ান নয়, আয়ূবেদের চিকিৎসকরাও একথা স্বীকার করেছেন, যে পেয়ারা পাতার মধ্যে এমন প্রাকৃতিক গুণ রয়েছে যা চুলের পক্ষে খুব ভাল ৷

চিকিৎসকরেদর মতে, পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ৷ যা চুলের গোড়া শক্ত করতে দারুণ কাজ দেয় ৷ এমনকী, নতুন চুল গজাতেও কাজে আসে পেয়ারা ৷ তবে চিকিৎসকরা বলছেন, পেয়ারা খান ৷ বরং চুলের ক্ষেত্রে কাজে লাগান পেয়ারা পাতা !

advertisement

কীভাবে কাজে লাগাবেন পেয়ারা পাতা ?

একটি পাত্রে জল নিয়ে বেশ কয়েকটা পেয়ারা পাতা নিয়ে দিয়ে দিন ৷ ২০ মিনিটের মতো, পেয়ারা পাতা দেওয়া জলকে ফুটিয়ে নিন ৷ জল ফুটে গেলে পেয়ারা পাতার কাৎ তৈরি হবে ৷ ঠান্ডা করে চুলে ও স্কাল্পে লাগিয়ে নিন ৷ দু থেকে তিনঘণ্টা মাথায় রাখুন ৷ রাতে ঘুমতে যাওয়ার আগে পেয়ারার কাৎ মাথায় মাখলে বেশি কাজ দেবে ৷ তাই দ্রুত ফল পেতে, এটা ব্যবহার করুন রাতেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
আরও দেখুন

চিকিৎসকরা বলছেন, পেয়ারা পাতা শুধু চুল পড়া নয়, চুলের গ্রোথ বাড়াতে, চুলকে সুন্দর করে তুলতে, এমনকী অকালপক্কতা দূর করতেও পেয়ারা কাজে দেয় বেশি ! তাই বিউটি পার্লারে গিয়ে টাকা খরচ না করে নিয়মিত পেয়ারা পাতা মাথায় মাখুন !

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
খুব চুল ঝরছে ? শ্যাম্পু-কন্ডিশনার থেকে এটা কাজ দেবে বেশি