১) নিউড লিপ- এখন টপ ট্রেন্ডে মিরর শাইন গ্লসি ঠোঁট। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে গায়িকা রিহান্নাকেও দেখা যায় নিউড কালারড লিপস্টিকে।
২) স্টেটমেন্ট রেড- অতি প্রাচীন হয়েও সদা তরুণ। যুগ যুগ ধরে, ঋতু-কাল নির্বিশেষে টুকটুকে লাল ঠোঁটের চাহিদা তুঙ্গে। তবে, গাঢ় লাল চড়া লাগলে, ক্রিমসন রং-ও ব্যবহার করতে পারেন।
advertisement
আরও পড়ুন-মাথা ব্যাথা থেকে ঝটপট মুক্তির সহজ উপায়
৩) ফ্লেমিঙ্গো পিংক- এ'বছর গরমে হিটলিস্টে বেবি পিংক। গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিয়ন পিংক বা ফ্লেমিঙ্গো পিংক শেড-ও পরতে পারেন।
৪) লাইল্যাক- গতবছর কান চলচ্চিত্র উৎসবে গাঢ় বেগুনি লিপস্টিক পরে সাড়া ফেলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তারপর থেকেই এই রঙের চাহিদা বেড়েছে। এ'বছরও ইন। তবে, সবাইকে এই রংটা মানায় না। সেক্ষেত্রে লাইল্যাক পরতে পারেন। ম্যাট আর গ্লসি দুটোই পারফেক্ট।
৫) কমলা - চড়া রোদ্দুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিন গাঢ় কমলা রং-এর লিপস্টিক পরে!