TRENDING:

কতদিন অন্তর মুখে ব্লিচ করা উচিত?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুখের অবাঞ্ছিত রোম কেউই পছন্দ করে না৷ মুখের রোম ঢেকে ফেলার সবচেয়ে সহজ উপায় ব্লিচ করা৷ কিন্তু অতিরিক্ত ব্লিচ করলে ক্ষতি হয় ত্বকের৷ বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল৷ ত্বক ভাল রাখতে তাই দুবার ব্লিচ করার মাঝে অন্তত ১৫ দিনের ব্যবধান যেন থাকে৷
advertisement

মুখের ত্বক যেহেতু শরীরের অন্য অংশের তুলনায় বেশি সংবেদনশীল এবং রোদ বেশি লাগে মৃদু কোনও ব্লিচ ব্যবহার করুন৷ তবে মুখে লাগানোর আগে হাত বা পায়ে লাগিয়ে পরীক্ষা করে দেখুন ত্বক গ্রহণ করতে পারছে কিনা৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

চোখের কোলে বা নাকের ভিতর যেন কোনও ভাবেই ব্লিচ ঢুকে না যায়৷ কোনও ক্ষত বা তিলেও ওপর ব্লিচ লাগাবেন না৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কতদিন অন্তর মুখে ব্লিচ করা উচিত?