TRENDING:

Beauty Tips: পাতলা ভ্রু! আঁকবেন না, বরং একমাস ব্যবহার করুন বাড়িতে তৈরি এই তেল!

Last Updated:

আমরা মাথার চুলের যত্নে যে ভাবে তেল মাখি, ঠিক সে ভাবেই তেল মালিশ করা দরকার ভ্রু-তেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সৌন্দর্য্যের সংজ্ঞা ঠিক কী! কোন ধ্রবকেই বা মাপা যেতে পারে তাকে! এ সব প্রশ্নের প্রায় কোনও উত্তরই হয় না। গায়ের রঙ, মুখের গড়ন, শরীরি বিভঙ্গ এক একজন মানুষের এক এক রকম। আর তাঁরা প্রত্যেকেই সুন্দর। তবু মানুষের মন বলে কথা, সন্তুষ্টি থাকবে এমনটা আশা করা যায় না। তাই আমরা নিজের কথা ভুলে অন্যের দিকে তাকাই। নিজের চোখকে করে তুলতে চাই পছন্দের মানুষের মতো, ঠোঁটের বাঁকে ফুটিয়ে তুলতে চাই আরও একটু রক্তাভা।
beauty tips: diy oil recipe to regrow your eyebrows
beauty tips: diy oil recipe to regrow your eyebrows
advertisement

ঠিক তেমনই ভ্রু-ও। সেই কোন কাল থেকে সাহিত্য সমঝদার ধনুকের মতো বঙ্কিম ভ্রু যুগলে মজেছে, মজিয়েছে সৌন্দর্যাকাঙ্ক্ষী নারীকে। কিন্তু ঘটনা হল সকলের ভ্রু-র ধনুকের মতো হয় না। কারও গোল, কারও লম্বাটে হতেই পারে, কারও আবার হতে পারে একেবারে সোজা। ভ্রু-র আকৃতি যে খুব বদলানো সম্ভব তাও নয়। তবু সে চেষ্টা বজায় থাকে।

advertisement

আরও পড়ুন -  গোটা দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি; বাড়ছে রোগীর সংখ্যাও! এই পানীয়তে হবে কামাল

আবার যুগের সঙ্গে তাল মিলিয়েও বদলে যায় ভ্রুভঙ্গের রীতিনীতি। এই যেমন অধুনা রীতি মেনে কেতা দুরস্থ নারী ঈষৎ স্থূল ভ্রু-র প্রতিই আকৃষ্ট। এক সময় জোড়া ভ্রু হলে তা তুলে ফেলতেন তরুণীরা। এখন অনেকেই তা রক্ষা করেন।

advertisement

আরও পড়ুন -  Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি নতুন নিম্নচাপ, ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কলকাতার শীতের ইনিংসে কী ইতি,রইল আপডেট

তবে অনেকেই ভোগেন ভ্রু-র ঘনত্বহীনতার সমস্যায়। যেমন আকারই দেওয়া হোক না কেন ভ্রু-র ঘনত্ব খুব জরুরি বিষয়। আর সামান্য যত্ন করলে সেটুকু পাওয়া যেতেই পারে। আমরা মাথার চুলের যত্নে যে ভাবে তেল মাখি, ঠিক সে ভাবেই তেল মালিশ করা দরকার ভ্রু-তেও। যে কোনও তেল মাখা যেতে পারে। তবে সব থেকে ভাল হয় একটি বিশেষ তেল মাখলে। নিজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই তেল, যা অসাধারণ উপকার দেবে। দেখে নেওয়া যাক সহজ সেই তেল বানানোর পদ্ধতি—

advertisement

উপকরণ:

১. অলিভ অয়েল ২ টেবিল চামচ।

২. সমপরিমাণ ক্যাস্টর অয়েল।

৩. সমপরিমাণ নারকেল তেল।

৪. সমপরিমাণ আমন্ড অয়েল।

পদ্ধতি:

সব রকম তেল একটি পরিষ্কার কাচের পাত্রে মিশিয়ে রেখে দিতে হবে। প্রতিদিন সামান্য তেল আঙুলে লাগিয়ে ভ্রু-তে মালিশ করতে হবে। এক মাস করতে হবে এই পদ্ধতিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: পাতলা ভ্রু! আঁকবেন না, বরং একমাস ব্যবহার করুন বাড়িতে তৈরি এই তেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল