রুপচর্চার প্রাথমিক পদক্ষেপের পরেই কিন্তু আসে নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পালা। যেহেতু উৎসবের দিনগুলোতে আমরা নিজেদের একটু খোলামেলা পোশাকে, খোলা চুলে দেখতে চাই, তাই ত্বকের উন্মুক্ত অংশের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। স্কিন পলিশ এ ক্ষেত্রে অন্যতম একটি সেরা উপায় হতে পারে। তবে হ্যাঁ, স্পর্শকাতর ত্বকের অধিকারীদের পলিশ করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়াই ভালো।
advertisement
দূষণের অতিরিক্ত এক্সপোজারে আমাদের ত্বকে নেমে আসে অকাল বার্ধক্য। এছাড়াও অতিরিক্ত আর্দ্রতা ব্রন বা ছত্রাক সংক্রমণ এবং অন্যান্য চর্মরোগের কারণ হতে পারে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং চর্বিযুক্ত হলে কয়েক ঘন্টা অন্তর অন্তর জেলজাতীয় ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত। ত্বককে দূষণ ও সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচাতে বাইরে যাওয়ার আগে কমপক্ষে ২৫ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। হেভি মেক আপের ক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো মানের মেক আপ রিমুভার দিয়ে মেক আপ তুলে নিতে হবে।
এবার আসি ডার্ক সার্কলের কথায়। চোখের নিচের ডার্ক সার্কলের জন্য অনেক সময়ই আমাদের মুখ নিস্তেজ দেখায়। শুধুমাত্র স্ট্রেস নয়, হরমোনের অভাব, কিডনি সম্পর্কিত সমস্যা, উচ্চ রক্তচাপ বা জেনেটিক প্রবণতা ইত্যাদি কারণেও ডার্ক সার্কল হতে পারে। এর জন্য ভিটামিন সি বা ভিটামিন কে সিরাম খুবই উপকারী। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের নিচে ৩-৫ মিনিটের এই ধরনের সিরাম দিয়ে মাসাজ করতে পারলে ভালো ফল পাওয়া যায়। রোদে বেরোনোর আগে অবশ্যই সানগ্লাস ব্যবহার করা প্রয়োজন।
আরও পড়ুন- সামান্য মেকআপেও কেন্দ্রবিন্দুতে! কীভাবে নজর কাড়বেন টিপস নিন এই নায়িকাদের থেকে
ত্বকে যদি অ্যালার্জির প্রবণতা থাকে তাহলে ১ সপ্তাহের জন্য মোমেটাসোন (Mometasone)/ ডেসোনাইড (Desonide) ব্যবহার করা যেতে পারে। তার পরেও যদি সমস্যা থেকে যায় তবে ত্বক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। ত্বকের বলিরেখা ঢাকতে এই মুহূর্তে বোটক্সের থেকে ভালো কিছু হতে পারে না। বোটক্স ফিলার ত্বককে মসৃণ করতে ও বলিরেখা ঢাকতে সাহায্য করে। এই রকম ছোট ছোট কিছু রুটিন মেনে চললেই কিন্তু উৎসবের দিনে আমাদের রূপ আরও ঝলমলে হয়ে উঠবে।