TRENDING:

চকচকে ত্বক পেতে এই তিনভাবে ব্যবহার করুন পেঁপে

Last Updated:

পাকা পেঁপে ! আহা, খেতে যেন অমৃত ৷ আবার অনেকেই পেঁপে দেখে নাক সিঁটকাবেন ৷ যতই উপকারিতা থাকুন, পেঁপের ধারেকাছেও ঘেঁষেন না অনেকেই ৷ কিন্তু যদি চকচকে ত্বক পেতে চান তা হলে পেঁপেকে অবহেলা নৈব নৈব চ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাকা পেঁপে ! আহা, খেতে যেন অমৃত ৷ আবার অনেকেই পেঁপে দেখে নাক সিঁটকাবেন ৷ যতই উপকারিতা থাকুন, পেঁপের ধারেকাছেও ঘেঁষেন না অনেকেই ৷ কিন্তু যদি চকচকে ত্বক পেতে চান তা হলে পেঁপেকে অবহেলা, নৈব নৈব চ ৷
advertisement

পেঁপেতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, সি এবং ই, প্যান্টোথেনিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফোলেট ৷ যা ত্বকের পক্ষে খুবই ভাল ৷ ভাল ফল পেতে পেঁপে ত্বকে ব্যবহার করুন এই তিন ভাবে ৷

আরও পড়ুন: গরমে ঠান্ডা থাকতে দূরে থাকুন আইস ক্রিম, সফট ড্রিঙ্ক থেকে

• পেঁপে আর মধু: পেঁপে কুচির সঙ্গে মধু মিশিয়ে নিন ৷ এরপর একটা পেস্ট তৈরি করুন ৷ মুখ এবং ঘাড়ে লাগান ৷ ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ৷ তফাতটা নিজেই দেখতে পাবেন ৷

advertisement

• পেঁপে আর শসা: ডার্ক সার্কেল থাকলে এই ঘরোয়া পদ্ধতি দুর্দান্ত কাজে দেবে ৷ স্ম্যাশড পেঁপের সঙ্গে গ্রেটেড শসা মিশিয়ে নিন ৷ ডার্ক সার্কেলে লাগান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

• পেঁপে, দই, হলুদ: পেঁপের সঙ্গে দই আর হলুদ মিশিয়ে লাগান ৷ ত্বকের ট্যান দূর হবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চকচকে ত্বক পেতে এই তিনভাবে ব্যবহার করুন পেঁপে