এই প্রথম বার এই উদ্যোগে অংশ নিয়েছিল সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রর ব্র্যান্ড ‘প্রথা’৷ আলিপুর সংশোধনী পরিষেবার মহিলা আবাসিকদের হাতের কাজ ও শিল্প সামগ্রীর প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ৷ লোকসঙ্গীত জগতে ‘মাদল’ একটি ব্যতিক্রমী মেয়েদের লোকগানের দল, তাদের তত্ত্বাবধানে সংশোধনাগারের মহিলা আবাসিকদের গানের দল “উড়াপঙ্খী” ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসের বিশেষ অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল। আগামীতে পয়লা বৈশাখে নববর্ষের আগে বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন ২৫ জনেরও বেশি মহিলা উদ্যোগপতি৷ ‘বৌরানী বাই সুস্মিতা’ আয়োজিত এই বসন্ত উৎসব নতুন মহিলা উদ্যোগপতিদের সমর্থন ও উৎসাহিত তো করেই৷ একইসঙ্গে এটা বাঙালির সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ধারন ও লালনপালনের একটি মঞ্চ৷
advertisement
আরও পড়ুন : কংসাবতীর জল আর লাল পলাশের মাঝে শৈশবের সহজপাঠের হাতছানি! দোলে আসুন মুসাফিরানায়
তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জ্ঞাপন ও সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের৷ বিভিন্ন নামী শিল্পীদের শিল্পকলা পরিবেশনায় সেজে ওঠে এই বসন্ত আবাহন৷ নাচ, গান, আবৃত্তির পাশাপাশি ছিল বাদ্যযন্ত্রের মূর্ছনা৷ নারীশক্তির বিজয়কেতন উড়িয়ে মর্মে রঙের ছোঁয়া দিয়ে গেল এই পার্বণ৷ সঙ্গে থাকল আগামীর প্রতিশ্রুতি৷