TRENDING:

Bankura Tourism: ঝরনা, দুর্গম গুহায় ইতিহাস মিলিয়ে শীতের শুরুতে শুশুনিয়া যেন ‘চাঁদের পাহাড়’

Last Updated:

Bankura Tourism:পাহাড়কে ঘিরে রয়েছে আদিবাসী গ্রাম। বিভিন্ন আদিবাসী পরব। ঠিক যেন এক টুকরো চাঁদের পাহাড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: সুন্দর শুশুনিয়াতে ঘুরে আসার এটাই একদম “পারফেক্ট টাইম”! শীত প্রায় ঢুকে পড়েছে, আর মাত্র কয়েকদিন। ভোরবেলা থেকেই শুশুনিয়া পাহাড় ঢেকে রয়েছে কুয়াশায়। তবে প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয়! প্রাকৃতিক সৌন্দর্য বাদ দিয়ে, এই সময়টাতে লেগে থাকে বিভিন্ন আদিবাসী পরব। আর শুশুনিয়া পাহাড়কে ঘিরে রয়েছে, একাধিক আদিবাসী গ্রাম, যেমন শিউলিবনা, ভরতপুর।
advertisement

বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। পাহাড়ে ওঠার মুখ্য রাস্তার পাশে এই অবস্থান করছে নরসিংহ মন্দির। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন লোককথা এবং বিশ্বাস। নরসিংহ মন্দিরের সামনেই প্রাচীনকাল থেকে বয়ে চলেছে একটি ক্ষুদ্র ঝরনা। স্থানীয় সূত্রে জানা গেল শীত গ্রীষ্ম বর্ষা এই ঝরনা কখনওই শুকিয়ে যায় না। ঝরনা থেকে শীতকালে বেরোয় গরম জল এবং গ্রীষ্মকালে বেরোয় ঠান্ডা জল।

advertisement

ঝরনার সামনেই রয়েছে একটি পুকুর, আঞ্চলিক নাম গড়। এই গড়েই জমা হয় ঝরনার জল। তবুও কোনও দিন একটি নির্দিষ্ট উচ্চতার উপরে ওঠে না গড়ের জলস্তর। এছাড়াও রয়েছে চন্দ্রবর্মার শিলালিপি। পাহাড়ের পশ্চিম প্রান্তে একটি দুর্গম গুহায়, খুঁজে পাবেন ইতিহাসের ছোঁয়া। সঙ্গে শুশুনিয়া পাহাড়ের দুর্দান্ত বনজ সম্পদ। পাহাড় ছেড়ে রয়েছে নাম না জানা বহু ভেষজ উদ্ভিদে।

advertisement

আরও পড়ুন : নগরপারে রূপনগর! শান্তিনিকেতনে খোয়াই সোনাঝুরি তো অনেক দেখলেন, এ বার চলুন মনভোলানো এই গ্রামেও

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাঁকুড়া জেলার প্রাকৃতিক প্রাণভোমরা শুশুনিয়া পাহাড়। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর জমা হন অসংখ্য পর্যটক। কিছু আগ্রহী পর্যটককে দেখা যায় ঝরনা এবং গড়ের সামনে। যদি ওই ঝরনার উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ঝরনা এবং ঝরনার সামনের গড়ের ইতিহাস স্থানীয়দের একাংশের মতে নরসিংহ মন্দিরের মহিমামণ্ডিত। শীত জাঁকিয়ে পড়ার আগে এখনই বোধহয় সবচেয়ে উপযুক্ত সময় শুশুনিয়া পাহাড় ঘুরে দেখার। একপ্রকার আদিবাসী সংস্কৃতি, প্রাগৈতিহাসিক প্রেক্ষাপট, ভেষজ উদ্ভিদের সম্ভার এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি দুর্দান্ত কম্বিনেশন বাঁকুড়ার এই পর্যটন কেন্দ্র।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Tourism: ঝরনা, দুর্গম গুহায় ইতিহাস মিলিয়ে শীতের শুরুতে শুশুনিয়া যেন ‘চাঁদের পাহাড়’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল