উল্লেখ্য, কালিগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার তিস্তা কলোনিতে প্রায় ৬ বিঘা জমিতে একটি বিনোদন উদ্যান গড়ে উঠেছে। এই বিনোদন উদ্যানে রয়েছে বয়স্ক থেকে শিশুদের জন্য ইঞ্জিন চালিত টয়ট্রেন-সহ নানা রকম ব্যবস্থা। এই শীতে অনেকেরই ইচ্ছে থাকে দার্জিলিংয়ে গিয়ে টয়ট্রেন সফরের আনন্দ নেওয়ার। কিন্তু টাকার অভাবে অনেকে যেতে পারেন না।
advertisement
কালিগঞ্জ পুরসভার উদ্যোগে পার্কে এই টয়ট্রেনের ব্যবস্থা করায় খুশি কচিকাঁচা থেকে বয়স্করা। এই টয়ট্রেনে ঘণ্টার পর ঘণ্টা সফরের আনন্দ মিলছে মাত্র ১০ টাকায়। ফলে এই শীতে বিকেল হতেই বিনোদন পার্কে টয়ট্রেনে উঠতে ভীড় কচিকাঁচাদের।
আরও পড়ুনঃ ৮০ বছর পর মকর সংক্রান্তিতে এ এক অতি বিরল যোগ, একেবারে পাল্টে যাবে এই ৩ রাশির জীবন
শুধু কালিয়াগঞ্জ নয় এই বিনোদন পার্কের এই টয়ট্রেন দেখতে বালুঘাট, মালদহ এমনকি শিলিগুড়ি থেকেও বহু মানুষ আসছেন। কালিয়াগঞ্জের এই বিনোদন পার্কে টয়ট্রেনের পাশাপাশি রয়েছে রংবেরঙের ফোয়ারা এ ছাড়াও বাঘের পিঠে উঠে ছবি তোলারও সুযোগ। নতুন বছর হোক কিংবা বিশেষ বিশেষ দিন এই বিনোদন পার্কে এসেই আনন্দ উপভোগ করেন সাধারণ মানুষ।
পিয়া গুপ্তা