TRENDING:

High Cholesterol Reduce Tips: শরীরের খারাপ কোলেস্টেরলের যম এই সব্জি! ব্লাডসুগার নিয়ন্ত্রণে ব্রহ্মাস্ত্র!

Last Updated:

High Cholesterol Reduce Tips: শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল শরীরকে নাজেহাল করে তোলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: খারাপ জীবনশৈলীর জন্য জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে ৷ ঠিকঠাক জীবনযাপন করা সত্ত্বেও কোলেস্টেরল বাড়তে থাকে ৷ এই অবশ্য এই অবস্থায় হার্ট অ্যাটাক (Heart Attack), ডায়বেটিসের (Diabetes) কারণ বিভিন্ন ধরনের ভয় হতে থাকে ৷ ভাল স্বাস্থ্যের পক্ষে ভাল খাবার ও ভাল জীবনযাপন পদ্ধতি সিলেকশন করা উচিৎ ৷ এমন কিছু সব্জি রয়েছে তা খেলেই কোলেস্টেরলের বিরুদ্ধে লড়তে থাকে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

এরসঙ্গে ব্লাডসুগার (Blood Sugar Level) স্তর নিয়ন্ত্রণ হয় ৷ ঢ্যাঁড়শ (Blood Sugar Level) এতে ভিটামিন, মিনারেল, ফাইবার বা তন্তুতে ভরপুর ৷ এছাড়াও এতে প্যাক্টিন পাওয়া যায় ৷ যাঁর সাহায্যে খারাপ কোলেস্টেরল (Bad Cholesterol) স্তর কমতে হয় ৷ এর সাহায্যে ব্লাডপ্রেশার (Blood Pressure) নিয়ন্ত্রিত থাকে ৷ কোলেস্টেরল বেশ কিছু সমস্যার শিকড় বলে মনে হয় ৷ এখানে বলা যেতে পারে ঢ্যাঁড়শে প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু জাতীয় পদার্থ থাকে ৷

advertisement

পেটের রোগ দূর করে একই সঙ্গে হজম শক্তি বাড়তে থাকে ৷ খিদে পায়না, এটি ডায়বেটিসের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ৷ ডায়বেটিস রুখতে বিশেষ কাজে আসে ৷ এইগুলি খেতে ব্লাডসুগার (Blood Sugar Level) নিয়ন্ত্রিত হতে থাকে ৷ করোনা ভাইরাসের (Coronavirus Pandemic) সংক্রমণের শুরুর দিক থেকে প্রতিরোধ (Immunity) বৃদ্ধি করতে ঢ্যাঁড়শ শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারেন ৷ সব্জি প্রতিদিন খেলে প্রতিরোধ ক্শমতা বাড়তে পারে ৷

advertisement

আরও পড়ুন: Arthritis: আর্থ্রাইটিসের ব্যথায় কাবু? এই খাবারগুলো রোজ খেতে পারলে ব্যথা কাকে বলে ভুলে যাবেন!

আরও পড়ুন:  Lifestyle Hacks: হাতে মেহেন্দির রং গাঢ় হচ্ছে না? মেনে চলুন কয়েকটা টিপস, জ্বলজ্বল করবে মেহেন্দি

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

Disclaimer: উপরোক্ত তথ্যগুলি কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
High Cholesterol Reduce Tips: শরীরের খারাপ কোলেস্টেরলের যম এই সব্জি! ব্লাডসুগার নিয়ন্ত্রণে ব্রহ্মাস্ত্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল