এরসঙ্গে ব্লাডসুগার (Blood Sugar Level) স্তর নিয়ন্ত্রণ হয় ৷ ঢ্যাঁড়শ (Blood Sugar Level) এতে ভিটামিন, মিনারেল, ফাইবার বা তন্তুতে ভরপুর ৷ এছাড়াও এতে প্যাক্টিন পাওয়া যায় ৷ যাঁর সাহায্যে খারাপ কোলেস্টেরল (Bad Cholesterol) স্তর কমতে হয় ৷ এর সাহায্যে ব্লাডপ্রেশার (Blood Pressure) নিয়ন্ত্রিত থাকে ৷ কোলেস্টেরল বেশ কিছু সমস্যার শিকড় বলে মনে হয় ৷ এখানে বলা যেতে পারে ঢ্যাঁড়শে প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু জাতীয় পদার্থ থাকে ৷
advertisement
পেটের রোগ দূর করে একই সঙ্গে হজম শক্তি বাড়তে থাকে ৷ খিদে পায়না, এটি ডায়বেটিসের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ৷ ডায়বেটিস রুখতে বিশেষ কাজে আসে ৷ এইগুলি খেতে ব্লাডসুগার (Blood Sugar Level) নিয়ন্ত্রিত হতে থাকে ৷ করোনা ভাইরাসের (Coronavirus Pandemic) সংক্রমণের শুরুর দিক থেকে প্রতিরোধ (Immunity) বৃদ্ধি করতে ঢ্যাঁড়শ শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারেন ৷ সব্জি প্রতিদিন খেলে প্রতিরোধ ক্শমতা বাড়তে পারে ৷
আরও পড়ুন: Arthritis: আর্থ্রাইটিসের ব্যথায় কাবু? এই খাবারগুলো রোজ খেতে পারলে ব্যথা কাকে বলে ভুলে যাবেন!
আরও পড়ুন: Lifestyle Hacks: হাতে মেহেন্দির রং গাঢ় হচ্ছে না? মেনে চলুন কয়েকটা টিপস, জ্বলজ্বল করবে মেহেন্দি
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন ৷