ত্বকের শুষ্কতা দূর হয়-
বহু চেষ্টাতেও ত্বকের শুষ্কতা দূর হচ্ছে না? তাহলে নাভিতে কয়েক ফোঁটা মধু দিন৷ ধীরে ধীরে দেখবেন ত্বকের কোমলতা ও পেলবতা ফিরে আসছে৷
আরও পড়ুন : ওমিক্রন আবহে সুরক্ষিত রাখতে চান আপনার সন্তানকে? ওকে দিন সহজ এই আয়ুর্বেদিক টোটকা
ব্রণ দূর হবে-
advertisement
অ্যাকনে ও ব্রণর ঘরোয়া চিকিৎসায় মধু খুবই উপকারী৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে নাভিবিন্দুতে দিন কয়েক ফোঁটা মধু৷ ধীরে ধীরে ব্রণ ও অ্যাকনের সমস্যা কমে যাবে৷
আরও পড়ুন : ওজন বেড়ে যাওয়ার উদ্বেগ ভুলেই আড্ডা জমান মুখরোচক এই জলখাবারগুলিতে
নাভিতে সংক্রমণ হ্রাস-
নাভি ঠিকমতো নিয়মিত পরিষ্কার করা না হলে সেখানে সংক্রমণ হতে পারে৷ এই সমস্যা থেকে রেহাই পেতে মধুর সঙ্গে মিশিয়ে নিন কয়েক ফোঁটা আদার রস৷ তার পর এই মিশ্রণ দিন নাভিতে৷ মধুর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করবে৷
আরও পড়ুন : আপনার সন্তান গল্পের বই পড়ে না? আজ থেকেই ওর অভ্যাস তৈরি করুন এই ছোট ছোট ধাপে
পরিপাক ক্রিয়া মসৃণ হয়-
আদার রসের সঙ্গে মধু মিশিয়ে নাভিতে দিলে হজমের সমস্যা দূর হয়৷ মসৃণ হয় পরিপাক ক্রিয়া৷ পেটে ব্যথা হলে সে সমস্যাও কমায় এই ঘরোয়া টোটকা৷
কোষ্ঠকাঠিন্য দূর-
নাভিবিন্দুতে মধু দিলে নিয়ন্ত্রিত হয় কোষ্ঠকাঠিন্যর সমস্যাও৷ ভাল ফল পেতে মধুর সঙ্গে মিশিয়ে নিন দুধ৷ তার পর সেই মিশ্রণ দিন নাভিদেশে৷
সব ক্ষেত্রেই মধুর ফোঁটা নাভিতে দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে৷ যদি সম্ভব না হয়, যখন জেগে থাকবেন, তখনও দিতে পারেন৷ তবে খেয়াল রাখবেন মিশ্রণ দেওয়ার পর আপনি যেন কিছু ক্ষণ বিশ্রাম নিতে পারেন৷