TRENDING:

Anemia: গরম এলেই জটিল পরিস্থিতি, মেয়েদের সাধারণ সমস্যা অ্যানিমিয়া! বাড়িতেই রয়েছে প্রতিকার

Last Updated:

Anemia: মেয়েদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা বেশি দেখা যায়। রক্তে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে এই রোগ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রক্তশূন্যতার কারণে অনেক সময়ই মেয়েদের স্বাস্থ্যের অবনতি হয়। শরীরে আয়রন, ভিটামিনের ঘাটতি কারণে একপ্রকারের রক্তশূন্যতা দেখা দেয়। অ্যানিমিয়া একটি জটিল রোগ। এতে মূলত শরীরে রক্তের অভাব হয়। যে কোনও মানুষ এই সমস্যার শিকার হতে পারেন। কিন্তু মেয়েদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা বেশি দেখা যায়। রক্তে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে এই রোগ হয়। খাদ্যাভ্যাসের কারণেও আপনিও এই রোগের শিকার হতে পারেন। বিশেষ করে খাবারে ফলিক অ্যাসিড ও আয়রনের ঘাটতির কারণে এই সমস্যা তীব্র হয়।
advertisement

অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান, “গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা বেশি দেখা যায়। রক্তস্বল্পতার কারণে দুর্বলতা, ক্রমাগত ক্লান্তি, মাথাব্যথা এবং ক্ষিদে কমে আসার লক্ষণ দেখা যায়। এই সমস্ত সমস্যার মুখোমুখি হলে তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অবহেলা করলেই বিপদে পড়তে হবে। গর্ভাবস্থায় রক্তশূন্যতা দেখা দিলে তা শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এটাকে হালকাভাবে নেওয়া একেবারেই উচিত নয়।

advertisement

আরও পড়ুনঃ খেজুরেই কমবে আপনার বয়স! কোলেস্টেরল-ওজন থাকবে নিয়ন্ত্রণে, রোজ কীভাবে খাবেন এই ফল? জানুন

রক্তাল্পতা হলে মুখে ফোসকা পড়া, ত্বক হলুদ হয়ে যাওয়া, চোখ নীল হয়ে যাওয়া এবং মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে, শরীরে হিমোগ্লোবিনের ঘাটতির কারণেই রক্তাল্পতা হয়। তিনি আরও জানান, এই রোগের সঙ্গে মোকাবিলা করতে খাদ্যাভ্যাসের যত্ন নেওয়া খুবই জরুরি। স্বাভাবিকভাবে রক্তস্বল্পতা দূর করতে হলে রোজকার ডায়েটে কলার মোচা, কাঁচা কলা, কলার ভাদাল, কুলেখাড়া শাক, ডিম এবং ভিটামিন B সমৃদ্ধ খাবার রাখা উচিত।

advertisement

View More

ফলিক অ্যাসিডও খুবই গুরুত্বপূর্ণ। রক্তশূন্যতা থেকে বাঁচতে খাদ্যতালিকায় ফলিক অ্যাসিড যোগ করা করা খুবই জরুরি। এরজন্য পালং শাক, ব্রকলি, বিনস এবং চিনাবাদাম খেতে হবে। তবে সময়ে সময়ে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করতে থাকা ভাল। এই সমস্যায় অ্যালকোহল সেবন করা উচিত নয়। অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। চিকিৎসকের বলা সকল বিষয়গুলি মেনে চললেই খুব সহজেই সমস্যার প্রতিকার করা সম্ভব। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলার আগেই সমাধান করা উচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anemia: গরম এলেই জটিল পরিস্থিতি, মেয়েদের সাধারণ সমস্যা অ্যানিমিয়া! বাড়িতেই রয়েছে প্রতিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল