দ্য জার্ডিন হোটেল প্রধানকে উল্লেখ করে সংবাদমাধ্যম জানিয়েছেন, অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার।
সকালের জলখাবারে আতিথির সামনে সাজিয়ে দেওয়া হবে ৭৫টি ডিশ। তাতে থাকবে ২৭৫ রকমের পদ। রাতেও তাই। ২৭৫ রকমের পদের এলাহি আয়োজন থাকছে অতিথিদের জন্য। সারারাত অনুষ্ঠান চলবে। তাই মিডনাইট মিলেরও আয়োজন থাকছে। তবে এতটা গুরুপাক নয়। মিডনাইট মিলে ৮৫ রকমের পদ রাখা হচ্ছে। খুব একটা কমও নয়।
advertisement
আরও পড়ুন : বিলুপ্তপ্রায় প্রাণীকল্যাণে তৈরি Vantara-র জন্য অনন্ত অম্বানিকে কুর্নিশ করিনার, পোস্ট সোশ্যাল মিডিয়ায়
এই পদগুলি বিদেশি অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিটি পদ তৈরির সময় মানা হবে প্রোটোকল। নিরাপত্তা সবার আগে। কোনও পদই দ্বিতীয়বার রান্না হবে না। অর্থাৎ জলখাবারের মেনু আর ডিনারের মেনু সম্পূর্ণ আলাদা।
৬৫ জন রাঁধুনির (২০ জন মহিলা রাঁধুনি) একটি দল আনাজপাতি ভর্তি ৪টি ট্রাক নিয়ে ইনদওর থেকে জামনগরে আসছেন। প্রাক বিবাহ বাসরে ইন্দোরের স্পেশাল সারাফা ফুড কাউন্টারও থাকবে। সেখান থেকে ইনদওরি কচুরি, পোহা জিলিপি, ভুট্টে কি কিস, খোপরা প্যাটিস, উপমার মতো পদ পরিবেশন করা হবে।
তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
প্রাক বিবাহ বাসরে দেশি-বিদেশি অতিথিদের চাঁদের হাট। রিপোর্ট অনুযায়ী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের খ্যাতনামীরা।
প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন পপ তারকা রিহানা। ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা।